পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৭৭

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৭৭

 

***************************

ভারতের প্রধান উপজাতির নাম  কোথায় দেখা যায় 🎯🎯

 
1. কোটা , টোডা , বাদাগাস – তামিলনাড়ূ [ নীলগিরি পর্বতমালা ]

2. মিনা , গাথালি , ভীল , বৈগা – রাজস্থান

3. ওঁরাও , গোল্ড – বিহার

4. মিনিকয় – লাক্ষাদ্বীপ

5. লেপচা , ওয়াংচু – সিকিম

6. মুরিয়া , গোন্ড – ছত্তিশগড়

7. অবর – অসম , অরুনাচল প্রদেশ

8. খন্ড – ওড়িশা

9. লুসাইন , রাল্টেস , মিরাশ , হিমারস  – মিজোরাম

10. জয়ন্তিয়া – মেঘালয়

11. মেইথেই – মণিপুর

12. সিমা , লোথা , সাংটম  – নাগাল্যান্ড

13. বানজারা – রাজস্থান

14. বাইকা – রাজস্থান

15. ডোগরা – জম্মু ও কাশ্মীর

16. কাদার – কেরালা

17. কোরকু – ছত্তিশগড়

18. কুরুম্ব – নীলগিরি পর্বতমালা

19. ডুবলা – দাদর ও নগর হাভেলী

20. আদি , সিংফো , মিসমি , নিসি , তাপিন – অরুনাচল প্রদেশ

21. গাল্লোং – উত্তরপূর্ব হিমালয় অঞ্চল

22. গাদ্দি , গুর্জর , লাহাউলাস – হিমাচল প্রদেশ , উত্তর ভারত

23. ভূটিয়া , লোধা , চাকমা – পশ্চিমবঙ্গ

24. গোন্ড – মধ্যপ্রদেশ , ছত্তিশগড় , বিহার , ঝাড়খন্ড , ওড়িশা , অন্ধ্রপ্রদেশ

25. চুটিয়া , মিকির , এবোরাস , খাসি – আসাম

26. বৈগা – মধ্যপ্রদেশ , রাজস্থান , গুজরাট

27. ভুটিয়া – উত্তরাঞ্চলের গাড়োয়াল ও কুমায়ূন অঞ্চল

28. গারো – মেঘালয়

29. খাস – উত্তরপ্রদেশের জৌনসর-বাবর অঞ্চল

30. বাদাগা – নীলগিরি [ তামিলনাড়ু ]

31. খাসি , ঢ্যাং – আসাম , মেঘালয় , ত্রিপুরা

32. কোল , ভীল , গোন্ড , গাড়ো – মধ্যপ্রদেশ

33. কুফি , ফো – মনিপুর , ত্রিপুরা

34. নাগা [ আংগামি , সেমা , আও , তাংকুল , লাহোর ] – আসাম নাগাল্যান্ড

35. কাদার , উরলিস , মোহলাপ – কেরালা

35. মোনপা , আপাটামিস , ত্রবোরস – অরুনাচল প্রদেশ

36. ওঙ্গি , জারোয়া , সেন্টিনেলিস , সোমপেন – আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ

37. চেঞ্চু , গোল্ড , কোলাম – অন্ধ্রপ্রদেশ

38. সাঁওতাল – পঃবঙ্গের বীরভূম , ঝাড়খন্ডের হাজারিবাগ , রাঁচি , পালাম

39. ওয়ারলিস – মহারাষ্ট্র

40. বাক্কারওয়ালস , গুর্জর – জম্মু ও কাশ্মীর

41. ইডসা – কর্ণাটক

42. মার – মিজোরাম

43. সান্সি – পাঞ্জাব

44. হো , কৌয়াম , সাঁওতাল , বিরহোর , ওঁরাও – ঝাড়খন্ড , উড়িষ্যা

45. লুসাই – ত্রিপুরা

46. মিকির – অসম

47. মুন্ডা – ঝাড়খন্ড

48. রিয়াং – ত্রিপুরা