পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৭৬

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৭৬

 

***************************


1. পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি ?
Ans: সহ্যাদ্রি

2. পূর্বঘাট পর্বতের অপর নাম কি ?
Ans: মলয়াদ্রি

3. ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কি ?
Ans: কুঞ্চিকল জলপ্রপাত


4. 'গঙ্গাজল চুক্তি' 1977 কাদের মধ্যে হয় ?
Ans: ভারত-বাংলাদেশ,1996

5. কোন নদী ভারত ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমানা তৈরি করেছে ও কোথায় ?
Ans: বিতস্তা (জম্মু-কাশ্মীরের কাছে)

6. পৃথিবীখ্যাত রাফটিং-এর জন্য বিখ্যাত কোন নদী ?
Ans: সিকিমের রঙ্গি নাকি

7.বাংলাদেশ গঙ্গা ও ব্রহ্মপুত্র কি নামে পরিচিত ?
Ans: গঙ্গা-পদ্মা, ব্রহ্মপুত্র-যমুনা (একত্রে মেঘনা বলা হয়)

8. ভারতের কোন নদীগুলি কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে ?
Ans: মাহি ও সুবর্ণরেখা

9. পিনেট জলনির্গম প্রণালী কোন নদীতে দেখা যায় ?
Ans: নর্মদা

10. কোন জলপ্রপাতকে Marble Rocks ও cloud of mist বলা হয় ?
Ans: ধুঁয়াধর

11. বিশ্বের উচ্চতম লবনাক্ত জলের হ্রদ কোনটি ?
Ans: পংগং

12. কেরালার বৃহত্তম হ্রদ কোনটি ?
Ans: ভেম্বানাদ

13. অনুন্নত সম্প্রদায়ের নেতা ড:আম্বেদকর এবং রাজেন্দ্রপ্রসাদ এর মধ্যে ১৯৩২ সালে কোন চুক্তি স্বাক্ষরিত হয় ?
Ans: পুনা চুক্তি

14. 1929 সালে এলাহাবাদের কৃষকরা কার নেতৃত্বে 'No Tax' আন্দোলন গড়ে তোলে ?
Ans: এম এন রায়

15. আলাউদ্দিন খলজী কাকে হত্যা করে দিল্লীর সিংহাসনে বসেন ?
Ans: জালালউদ্দিন ফিরোজ খলজী

16. আলিগড় আন্দোলনের প্রবর্তক কে ?
Ans: সৈয়দ আহম্মদ খাঁ

17. আলিগড় মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?
Ans: থিওডোর বেক

18. আলেকজান্ডার কাকে পরাজিত করে পারস্য জয় করেন ?
Ans: ৩য় দরায়ুস

19. আলফানসো আলবুকার্ক কে ছিলেন ?
Ans: পর্তুগীজ গভর্নর

20. 'আলমগীর' উপাধি কে ধারণ করেছিলেন ?
Ans: ঔরঙ্গজেব