পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৭৫

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৭৫

 

***************************


1. আন্দামান ও নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
Ans : স্যাডল পিক 

2. সম্প্রতি 'পহেলা ফাগুন' উৎসব পালিত হলো কোন দেশে ?
Ans : বাংলাদেশে

3. চিংড়ির রেচন অঙ্গের নাম কি ?
Ans : সবুজ গ্রন্থি 

4. নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায় ?
Ans : বলের পরিমান 

5. 'Fractured Mosaic' - বইটি কার লেখা ?
Ans : সূর্বন রায়

6. ভারতের পিটসবার্গ কাকে বলে ?
Ans : জামশেদপুর 

7. কোন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানী লাভ করে ?
Ans : 1765 সালে 

8. কোন রাজ্যে 'মহাবাহু ব্রহ্মপুত্র' ইনিশিয়েটিভ লঞ্চ করলেন নরেন্দ্র মোদী ?
Ans : আসাম 

9. সুওরিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন ?
Ans : স্যার এলিজা ইম্পে 

10. সিরিয়াতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে কে নিযুক্ত হলেন ?
Ans : মহেনদার সিং 

11. জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয় ?
Ans : 25 শে জানুয়ারি

12. আন্তর্জাতিক শিক্ষা দিবস কবে পালন করা হয় ?
Ans : 24 শে জানুয়ারি

13. ইন্দিরা গান্ধী কত সালে ভারতরত্ন পান ?
Ans : 1971 সালে 

14. প্রথম কোন ভারতীয় ভারতরত্ন সম্মান পান ?
Ans : চক্রবর্তী রাজা গোপালাচারী

15. 'Small Island' বইটি কার লেখা ?
Ans : আন্দ্রিয়া লেভি

16. সম্প্রতি প্রয়াত প্রতীক চৌধুরী কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন ?
Ans : সংগীতশিল্পী 

17. জাতীয় আয় কোন অর্থনীতির অন্তর্ভুক্ত ?
Ans : ম্যাক্রোইকোনমিক্স 

18. বোম্বে স্টক এক্সচেঞ্জ কবে স্থাপিত হয় ?
Ans : 1875 সালে 

19. ASSOCHAM এর সদর দপ্তর কোথায় ?
Ans : দিল্লী

20. ইনল্যান্ড ওয়াটারওয়েজ অর্থরিটি অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত ?
Ans : নয়ডা