পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৭৪

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৭৪  

***************************


1. জাপানের বৃহত্তম বিমানবন্দর কোনটি ?
Ans : টোকিও 

2. পাঁচমারী বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত ?
Ans : মধ্যপ্রদেশ 

3. রাজ্যের 20 লক্ষ পরিবারকে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেবে কোন রাজ্য ?
Ans : কেরালা 

4. বর্তমানে ভারতে কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে ?
Ans : আটটি 

5. সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
Ans : তাপ্তি

6. আলোর কোন ক্রিয়ার ফলে মরীচিকার সৃষ্টি হয় ?
Ans : অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন 

7. মৃতজীবীর উদাহরণ হল - 
Ans : ছত্রাক

8. 2020 Tree City of the World এর তকমা পেলো কোন শহর ?
Ans : হায়দ্রাবাদ

9. 1820 এর দশকে ইয়ংবেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন ?
Ans : ডিরোজিও

10. আলোর প্রতিসরণ সূত্র আবিষ্কার করেন কে ?
Ans : স্নেল 

11. ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয় - 
Ans : 1911 সালে 

12. ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি ?
Ans : লাদাখ 

13. গাড়িতে কোন দর্পন ব্যবহার করা হয় ?
Ans : উত্তল দর্পন

14. আটলান্টিক মহাসাগরের একটি শীতল স্রোত হল - 
Ans : লাব্রাডর স্রোত 

15. ঘড়ির কাঁটার গতি কেমন গতি ?
Ans : ঘূর্ণন গতি

16. সেলিম আলী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?
Ans : জম্মু ও কাশ্মীর 

17. হাইড্রার গমন অঙ্গ কি ?
Ans : কর্ষিকা 

18. বায়ুচাপ পরিমাপের যন্ত্রটি কি ?
Ans : ব্যারোমিটার

19. নামদাফা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
Ans : অরুণাচল প্রদেশ 

20. লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
Ans : মনিপুর