দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 28/04/2021

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 28/04/2021

*********************


📚 1. মারুতি সুজুকির প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর জগদীশ খাট্টার সম্প্রতি প্রয়াত হলেন, এছাড়া প্রখ্যাত গুজরাটি কবি এবং লোকসংগীত গায়ক Dadudan Gadhvi প্রয়াত হলেন

📚 2. গ্লোবাল ভ্যাক্সিনেশন ড্রাইভ এর জন্য মানুষকে অনুপ্রাণিত করতে UNICEF Goodwill আম্বাসাডর ডেভিড বেকহাম কে নিযুক্ত করা হলো

📚 3. প্রখ্যাত আমেরিকান লেখক ঝুম্পা লাহিড়ীর নতুন একটি উপন্যাস প্রকাশিত হতে চলেছে যার নাম - 'Whereabouts'

📚 4. SIPRI Military Expenditure Database অনুযায়ী সামরিক শক্তির খরচের নিরিখে ভারত তৃতীয় স্থান অধিকার করলো, প্রথম আমেরিকা যুক্তরাষ্ট্র

📚 5. ভারতের প্রথম আরবান কো-অপারেটিভ ব্যাংক Shivalik Mercantile Co-operative ব্যাংক Shivalik Small ফাইন্যান্স ব্যাংক হিসেবে কাজ শুরু করলো

📚 6. চীনের ন্যাশনাল স্পেস এডমিনিষ্ট্রেশন তাদের প্রথম মঙ্গল রোভারের এর নাম 'Zhurong' রাখলো

📚 7. মার্কেট রেগুলেটর SEBI Arun Raste কে NCDEX ( National Commodity & Derivatives Exchange Limited ) এর MD এবং CEO পদে নিযুক্ত করলো 

📚 8. PESB অমিত ব্যানার্জি কে BEML ( Bharat Earth Movers Limited ) এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (CMD) পদে নিযুক্ত করলো 

📚 9. এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে 45 কেজি বিভাগে সোনা জিতলেন Jhilli Dalabehera, এবং Mirabai Chanu 49 কেজি তে ব্রোঞ্জ মেডেল জিতলেন

📚 10. রেলওয়ে নেটওয়ার্ক বিস্তৃতি এবং রেলের কাজকর্ম আরো উন্নত করতে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের (NFR) সাথে আইআইটি গুয়াহাটি চুক্তি স্বাক্ষর করলো