দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 24/04/2021

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 24/04/2021

*********************


⬇️ 1. দক্ষিণ চীনের Hainan প্রভিনসের Boao তে Boao Forum for Asia Annual Conference 2021 অনুষ্ঠিত হলো, এই কনফারেন্সের থিম - A World in Change : Join Hands to strengthen Global Governance and Advance Belt and Road Cooperation

⬇️ 2. প্রখ্যাত পরিবেশবিদ এবং লেখক Aakash Ranison নতুন একটি ই-বুক প্রকাশ করলেন যার নাম - Climate Change Explained - for one and all

⬇️ 3. প্রতিবছর এপ্রিল মাসের চতুর্থ শনিবার World Veterinary Day পালিত হয়  (এ বছর 24 শে এপ্রিল), এ বছরের থিম - Veterinarian response to the COVID-19 crisis, এছাড়াও এই দিনটি জাতীয় পঞ্চায়েতিরাজ দিবস হিসেবে পালিত হয়

⬇️ 4. প্রখ্যাত হিন্দি ফিল্ম অভিনেতা অমিত মিস্ত্রি প্রয়াত হলেন, এছাড়া প্রয়াত হলেন বিখ্যাত মিউজিক কম্পোজার শ্রবণ রাঠোর 

⬇️ 5. নেলসন ম্যান্ডেলা ওয়ার্ল্ড হিউম্যানিটারিয়ান আওয়ার্ড 2021 জিতলেন রুমানা সিনহা সেহগাল

⬇️ 6. ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) অতনু চক্রবর্তী কে HDFC ব্যাংকের পার্ট-টাইম চেয়ারম্যান পদে নিযুক্ত করলো

⬇️ 7. India Ratings & Research সংস্থা 2022 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি 10.1% নির্ধারণ করলো

⬇️ 8. ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের (SMEs) ডিজিটাল পেমেন্টস সুবিধার্থে ব্যাংক অফ বরোদা ফিনান্সিয়াল সলিউশন (BFSL) এবং মাস্টারকার্ড মিলিত ভাবে পৃথিবীর প্রথম QR on Card Program 'ConQR' লঞ্চ করলো

⬇️ 9. হরিয়ানা রাজ্য সরকার রাজ্যের অক্সিজেন এবং অন্যান্য চিকিৎসা ব্যবস্থায় সাহায্যকারী উদ্যোগকারীদের জন্য 'হরিয়ানা কোভিড ইমারজেন্সি লোন স্কিম' লঞ্চ করলো

⬇️ 10. সম্প্রতি আমেরিকা যুক্তরাষ্ট্র ভারত-সুইডেন ক্লাইমেট ইনিশিয়েটিভ 'Leadership Group for Industry Transition (LeadIT)' এ যুক্ত হলো