দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 23/04/2021

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 23/04/2021

**********************


♐ 1. ইন্দো-প্যাসিফিক ওশান ইনিশিয়েটিভের জন্য ভারত অস্ট্রেলিয়ার সাথে পার্টনারশিপ করলো 

♐ 2. বিশ্ব বই দিবস (World Book Day) পালন করা হয় 23 শে এপ্রিল, এছাড়াও এই দিনটি UN English Language দিবস হিসেবেও পালিত হয়

♐ 3. 2022 অর্থবর্ষের জন্য ডোমেস্টিক রেটিং এজেন্সি ICRA ভারতের জিডিপি 10 - 10.5% নির্ধারণ করলো, এছাড়া S&P সংস্থা 2022 অর্থবর্ষে ভারতের জিডিপি 11% নির্ধারণ করেছে

♐ 4. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রকাশিত 2021 Energy Transition Index অনুযায়ী ভারত 87 তম স্থান অধিকার করলো, শীর্ষে সুইডেন

♐ 5. 'Leaders' Summit on Climate' এ ভারতের হয়ে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই সামিটের থিম - Our Collective Sprint to 2030 

♐ 6. Prohibition of Chemical Weapons এর জন্য Hague এর Conference of State Parties of the Organisation এর এক্সটার্নাল অডিটর পদে GC Murmu কে নিযুক্ত করা হলো

♐ 7. The (Times Higher Education) Impact সূচী 2021 অনুযায়ী ভারতের একমাত্র বিশ্ববিদ্যালয় তামিলনাড়ুর Amrita Vishwa Vidyapeetham (81 তম) বিশ্ব সেরা 100 টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা করে নিলো

♐ 8. ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিত্ব Vanita Gupta আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যাসোসিয়েট অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হতে চলেছেন

♐ 9. NASSCOM (National Association of Software and Services Companies ) এর প্রথম মহিলা চেয়ারপার্সন হতে চলেছেন Accenture India এর চেয়ারপার্সন রেখা মেনন

♐ 10. পদ্ম-বিভূষন সম্মানে সম্মানিত ভারতীয় ইসলামিক পন্ডিত Maulana Wahiduddin প্রয়াত হলেন, এছাড়া প্রখ্যাত কাওয়ালি গায়ক ফরিদ সাবরী প্রয়াত হলেন