দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 20/04/2021

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 20/04/2021

***********************


🎯 1. ভারতীয় রেলওয়ে তরল অক্সিজেন এবং অক্সিজেন সিলিন্ডার সারাদেশে পৌঁছে দেওয়ার জন্য গ্রিন করিডরের মাধ্যমে 'অক্সিজেন এক্সপ্রেস' চালাবে

🎯 2. ভারতের মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট সম্প্রতি Gender Samvaad ইভেন্ট লঞ্চ করলো

🎯 3. সম্প্রতি পদ্মশ্রী প্রাপ্ত প্রখ্যাত কানাড়া লেখক Ganjam Venkatasubbiah প্রয়াত হলেন, এছাড়া প্রয়াত হলেন প্রখ্যাত তামিল অভিনেতা এবং কমেডিয়ান Vibek

🎯 4. $19.7 বিলয়ন অর্থের বিনিময়ে AI স্পিচ টেক কোম্পানি Nuance কে কিনে নিলো টেক জায়েন্ট সংস্থা মাইক্রোসফট

🎯 5. Asset Reconstruction Companies (ARCs) এর কার্যকলাপ পর্যবেক্ষন করতে RBI এর সদ্য তৈরি ছয় সদস্যের প্যানেলের প্রধান পদে সুদর্শন সেন কে নিযুক্ত করা হলো 

🎯 6. আগামী অক্টোবরে প্রসিদ্ধ লেখক JK Rowling শিশুদের জন্য নতুন বই প্রকাশ করতে চলেছেন, যার নাম - 'The Christmas Pig'

🎯 7. ভারত জার্মানির সাথে 'Cities Combating Plastic Entering the Marine Environment' এর বিষয়ে চুক্তিস্বাক্ষর করলো 

🎯 8. কৃষকদের জন্য উপযোগী ইন্সুরেন্স পরিষেবা বাড়িয়ে তুলতে এবং গ্রাম্য অধ্যুষিত এলাকায় ইন্সুরেন্স পৌঁছে দেওয়ার জন্য Gramcover, AICIL ( এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড ) এর সাথে চুক্তিবদ্ধ হলো

🎯 9. ডিজিটাল পেমেন্টস এর জন্য লাইফ ইন্সুরেন্স করপোরেশন অফ ইন্ডিয়া (LIC) অনলাইন পেমেন্ট প্লাটফর্ম Paytm এর সাথে চুক্তিবদ্ধ হলো

🎯 10. রাজ্যের হাসপাতাল গুলিকে অফুরন্ত অক্সিজেন সরবরাহের জন্য ভারতের মধ্যে প্রথম উত্তরপ্রদেশে 10 টি অক্সিজেন প্লান্ট গড়ে উঠতে চলেছে