দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 18/04/2021

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 18/04/2021

***********************


✮ 1. প্রতিবছর ওয়ার্ল্ড হেরিটেজ দিবস 18 ই এপ্রিল পালন করা হয়, এ বছরের থিম - Complex Pasts : Diverse Future, এছাড়া গত 17 ই এপ্রিল ওয়ার্ল্ড হিমোফিলিয়া দিবস পালিত হলো, যার থিম ছিল - Adapting to Change : sustaining care in a new world

✮ 2. ইতালি ভারতে প্রথম ফুড পার্ক এবং ফুড প্রসেসিং ইউনিট লঞ্চ করলো 

✮ 3. ভারতে পর্যটন শিল্পকে আরো এগিয়ে নিয়ে যেতে মিনিস্ট্রি অফ ট্যুরিজম Cleartrip এবং Ease My Trip নামক দুই অনলাইন ট্রাভেল কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হলো 

✮ 4. প্রথমবার অনুষ্ঠিত 'The Hydrogen Economy - New Delhi ডায়ালগ 2021' এর সম্ভাষণ করলেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান 

✮ 5. হেনলি পাসপোর্ট ইনডেক্স 2021 অনুযায়ী ভারত 84 তম স্থান অধিকার করলো, শীর্ষে রয়েছে জাপান 

✮ 6. ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট তার ব্যবসা এবং টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার কে আরো শক্তিশালী করে তুলতে Adani Group এর সাথে  চুক্তিবদ্ধ হলো

✮ 7. ETMONEY দেশের প্রথম আধার ভিত্তিক সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্লান (SIP) পেমেন্টস লঞ্চ করলো

✮ 8. কাজাখস্তানে অনুষ্ঠিত এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপ 2021 এ ভারত মোট 7 টি (গোল্ড-4,সিলভার-1,ব্রোঞ্জ-2) পদক জিতে টুর্নামেন্ট শেষ করলো

✮ 9. গোয়ার রাজ্যপাল পদে প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা নিযুক্ত হতে চলেছেন

✮ 10. ন্যাশনাল স্টার্ট-আপ অ্যাডভাইজারি কাউন্সিল এর প্রথম মিটিংয়ের সভাপতিত্ব করলেন কমার্স এবং ইন্ডাস্ট্রি মন্ত্রী পীযুষ গোয়েল