পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৪২

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৪২   

*********************************



1. আর্সেনিক দূষণের ফলে যে রোগ দেখা যায় তার নাম কি ?
Ans : ব্ল্যাকফুট

2. 'Break Out Economics' তালিকায় ভারতের স্থান কত ?
Ans : চতুর্থ 

3. খেলো ইন্ডিয়া উইন্টার গেমস কোথায় অনুষ্ঠিত হলো ?
Ans : জম্মু-কাশ্মীরের গুলমার্গে

4. মরীচিকার জন্য দায়ী কোন প্রক্রিয়া ? 
Ans : অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন 

5. সম্প্রতি প্রয়াত বেদ মেহতা কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন ?
Ans : উপন্যাসিক 

6. ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয় কত সালে ?
Ans : 1911 সালে

7. চতুর্থ One Planet Summit হোস্ট করলো কোন সরকার ?
Ans : ফ্রান্স 

8. পাখিদের রক্ষা করতে 'করুনা অভিযান' লঞ্চ করলো কোন রাজ্য ?
Ans : গুজরাট 

9. 'Henley Passport Index 2021' অনুযায়ী ভারতের স্থান কত ?
Ans : 85 তম

10. 'মধ্যরাত্রির সূর্যের দেশ' কোন দেশকে বলা হয় ?
Ans : নরওয়ে 

11. প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
Ans : আত্মরাম পাণ্ডুরঙ্গ

12. ভারতের কোন রাজ্যে লোকসভার আসন সংখ্যা সর্বাধিক ?
Ans : উত্তরপ্রদেশ 

13. আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোত হল - 
Ans : লাব্রাডর স্রোত 

14. সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ?
Ans : স্যার এলিজা ইম্পে 

15. মহাভারতের যুদ্ধে কোন দুই পক্ষের মধ্যে হয় ?
Ans : কৌরব ও পাণ্ডব

16. 'পশ্চিমবঙ্গের শস্যাগার' কোন জেলাকে বলা হয় ?
Ans : বর্ধমান 

17. 'রক্ষিতা' নামে মোটর বাইক এম্বুলেন্স তৈরি করলো কোন সংস্থা ?
Ans : DRDO

18. ঘড়ির কাঁটার গতি কেমন গতি ? 
Ans : ঘূর্ণন গতি 

19. হাইড্রার গমন অঙ্গের নাম কি ?
Ans : কর্ষিকা 

20. ভারতীয় সেনা দিবস কবে পালন করা হয় ?
Ans : 15 ই জানুয়ারি