পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৪৪

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৪৪   

*******************************


1. লবন সত্যাগ্রহ কোন সালে হয় ?
Ans : 1930 সালে 

2. সার্ক কোন দেশগুলির আঞ্চলিক সংগঠন ?
Ans : দক্ষিণ এশিয়ার দেশ 

3. ভারতের প্রথম ইউরেনিয়াম খনি জাদুগুহা কোথায় অবস্থিত ?
Ans : ঝাড়খন্ড 

4. সম্প্রতি কোন রাজ্যের গুচি মাশরুম GI ট্যাগ পেল ?
Ans : জম্মু-কাশ্মীর

5. আঙ্কর ভাট মন্দির কোথায় অবস্থিত ?
Ans : কম্বোডিয়া

6. কোন রাজ্যের ভূমিহীন আদিবাসীদের প্রথমবার ভূমি পাট্টা দেবেন নরেন্দ্র মোদী ?
Ans : আসাম 

7. সোমাসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : অন্ধ্রপ্রদেশ 

8. সৌরভ কোঠারি কোন খেলার সাথে যুক্ত ?
Ans : বিলিয়ার্ডস

9. বিশ্ব ভারতী কে প্রতিষ্ঠা করেন ?
Ans : রবীন্দ্রনাথ ঠাকুর 

10. লোকনায়ক নামে কে পরিচিত ছিলেন ?
Ans : জয়প্রকাশ নারায়ণ 

11. সেরা পুলিশ একাডেমি এর তকমা পেলো কোন রাজ্যের পুলিশ ?
Ans : রাজস্থান 

12. কিরু জলবিদ্যুৎ প্রকল্প টি কোথায় অবস্থিত ?
Ans : জম্মু-কাশ্মীর 

13. টায়ালিন নি:সৃত হয় কোথা থেকে ?
Ans : লালা গ্রন্থি 

14. বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন ?
Ans : বল্লভভাই প্যাটেল 

15. কোন পাহাড়ি অঞ্চলকে কুইন অফ হিল স্টেশন বলা হয় ?
Ans : মুসৌরি

16. রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি ?
Ans : স্ফিগমোম্যানোমিটার 

17. বঙ্গভঙ্গ আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন ?
Ans : সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

18. সম্প্রতি Open Skies Treaty থেকে সরে এলো কোন দেশ ?
Ans : রাশিয়া 

19. আমিনি কমিশন কে গঠন করে ?
Ans : ওয়ারেন হেস্টিংস 

20. আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা কে ছিলেন ?
Ans : হরিশচন্দ্র