পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৬১
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৬১
1.ডুবোজাহাজে কোন গ্যাস ব্যবহার করা হয় ?
Ans: হিলিয়াম+অক্সিজেন
2. অক্সি অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা কত ?
Ans: ৩০০০℃
3. সর্বাধিক সার উৎপাদনকারী রাজ্য কোনটি ?
Ans: গুজরাট
4. মাত্রাহীন অথচ একক আছে এমন রাশি হল ?
Ans: কোণ
5. পার্শ্বীয় পরিবর্তন কোন ধরনের দর্পণে ঘটে ?
Ans: সমতল দর্পণ
6. কোন আলোক রশ্মি সমতল দর্পণে লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে ?
Ans: 0°
7. উৎকৃষ্টমানের সমতল দর্পণ কেমন হওয়া উচিত ?
Ans: অত্যন্ত পাতলা এবং মসৃণ
8. দুটি সমতল দর্পণ কে সমান্তরালভাবে রাখলে, এদের মধ্যে রাখা কোনো আলোক উৎসের প্রতিবিম্বের সংখ্যা হবে ?
Ans: অসীম
9. 'Terror of Bengali' বলা হয় ?
Ans: কচুরিপানা উদ্ভিদকে
10. একজন চল্লিশোর্ধ ব্যক্তি কাছের বস্তু ঝাপসা দেখেন, কিন্তু দূরের বস্তু স্পষ্ট দেখতে পান। এটি হতে পারে ?
Ans: প্রেসবায়োপিয়া
11. স্নায়ুকোষের সাইটোপ্লাজমকে বলা হয় ?
Ans: নিউরোপ্লাজম
12. স্নায়ুসন্নিধিতে নিঃসৃত রাসায়নিক পদার্থকে বলে ?
Ans: নিউরোট্রান্সমিটার
13. স্নায়ুকোষের কোন কোশীয় অঙ্গানু নিষ্ক্রিয় ?
Ans: সেন্ট্রোজোম
14. স্নায়ুসন্ধি অঞ্চল থেকে উৎপন্ন হরমোনকে বলে ?
Ans: নিউরোহরমোন
15. যেখানে সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায়, তা হল ?
Ans: বকোরাল রীফে
16. আলফা বৈচিত্র্য হল ?
Ans: কমিউনিটি বৈচিত্র্য
17. ভারতের সবচেয়ে অধিক জীববৈচিত্র্য যুক্ত অঞ্চলটি হল ?
Ans: পশ্চিমঘাট পর্বতমালা
18. 'ভাঙ্গড়' কি ?
Ans: প্রাচীন পলি দ্বারা গঠিত জায়গা। এই মাটিতে ও বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়।
19. 'তরাই' কি ?
Ans: ভিজে এক ধরনের জলাভূমি। ব্রহ্মপুত্র উপত্যকায় দেখা যায়।
20. ওয়ার্ল্ড হেরিটেজ সাইট -এর মর্যাদা কে প্রদান করে ?
Ans: UNESCO