পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৫৪
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৫৪
1. একাত্তরের ডায়েরি কার লেখা ?
Ans : সুফিয়া কামাল
2. NATO কত সালে গঠিত হয় ?
Ans : 1949 সালে
3. বিজয় হাজারে ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত ?
Ans : ক্রিকেট
4. বসুমিত্র কততম বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিলেন ?
Ans : চতুর্থ বৌদ্ধ সম্মেলন
5. ইজরায়েলের মুদ্রার নাম কি ?
Ans : শেকেল
6. পরম বৈষ্ণব উপাধি কোন রাজা সংগ্রহ করেছিলেন ?
Ans : লক্ষণ সেন
7. জয়ন্তীয়া পাহাড় কোথায় অবস্থিত ?
Ans : মেঘালয়
8. ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কত সালে স্থানান্তরিত হয় ?
Ans : 1911 সালে
9. চাহেলাগানি কে বন্ধ করে দেন ?
Ans : গিয়াসউদ্দিন বলবন
10. সাতপুরা পর্বত কি ধরনের পর্বত ?
Ans : স্তুপ পর্বত
11. অটল বিহারী বাজপেয়ী ভারতের কততম প্রধানমন্ত্রী ছিলেন ?
Ans : 11 তম
12. লজ্জাবতী গাছের পাতা মুদে যাওয়া কি ধরনের চলন ?
Ans : সিসমোন্যাস্টি
13. বিশ্বের বৃহত্তম গোল গম্বুজ কোথায় অবস্থিত ?
Ans : কর্ণাটক
14. গুপ্ত যুগের রাজ ভাষা কি ছিল ?
Ans : সংস্কৃত
15. লেবুর রস ও রক্তের মধ্যে কোনটির pH সর্বনিম্ন ?
Ans : লেবুর রস
16. অবন্তী মহাজনপদের কটি রাজধানী ছিল ?
Ans : 2 টি
17. বিশ্বের প্রথম ট্রাম গ্রন্থাগার কোথায় চালু হয়েছে ?
Ans : কলকাতা
18. তাকলামকান মরুভূমি কোথায় অবস্থিত ?
Ans : চীন
19. গুপ্ত যুগের শ্রেষ্ঠ সাহিত্যিক কে ছিলেন ?
Ans : কালিদাস
20. কে আধুনিক পর্যায় সারনীর কথা বলেছিলেন ?
Ans : মোজলে