পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৫৮
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৫৮
1. ভারতের কোন রাজ্য ভুট্টার প্রধান উৎপাদক ?
Ans : অন্ধ্রপ্রদেশ
2. ভারতীয় সংবিধানের তৃতীয় বিভাগে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ?
Ans : মৌলিক অধিকার
3. এঞ্জিওস্পার্মের ক্ষেত্রে সংবহননালী কি হিসেবে কাজ করে ?
Ans : জল পরিবাহক কোশ
4. স্থান চ্যুতি পরিবর্তনের হার ____ হিসাবে পরিচিত
Ans : বেগ
5. নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ?
Ans : মহাপদ্মনন্দ
6. কোন সালে ভূপৃষ্ঠ থেকে হ্যালির ধূমকেতু আবার দেখা যাবে ?
Ans : 2062 তে
7. তাপমাত্রা বৃদ্ধি করলে বায়ুতে শব্দের বেগের কি পরিবর্তন হয় ?
Ans : বৃদ্ধি পায়
8. লবনাক্ত জলে উৎপন্ন চারাগাছ কে কি বলে ?
Ans : হ্যালোফাইট
9. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে 1765 সালে দেওয়ানি লাভ করেছিল ?
Ans : দ্বিতীয় শাহ আলম
10. রোভারস কাপ কোন খেলার সাথে যুক্ত ?
Ans : ফুটবল
11. ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত ?
Ans : পশ্চিমবঙ্গে
12. রামসার ক্ষেত্র বলতে কি বোঝায় ?
Ans : জলাভূমি
13. 2020 Democracy Index অনুযায়ী ভারতের স্থান কত ?
Ans : 53 তম
14. ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ের তৈরি ?
Ans : খাদি
15. ভারতের প্রথম অ্যাম্পুটি ক্লিনিক কোথায় লঞ্চ করা হলো ?
Ans : চন্ডীগর
16. পৃথিবীতে সবচেয়ে বেশি প্রজাতির জীব বসবাস করে কোথায় ?
Ans : জলমণ্ডলে
17. গ্রিনমোল্ড কাকে বলে ?
Ans : পেনিসিলিয়াম
18. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি ?
Ans : মিথেন
19. Har Ghar Pani, Har Ghar Safai মিশন লঞ্চ করলো কোন রাজ্য ?
Ans : পাঞ্জাব
20. কোন বায়ু বাণিজ্য বায়ু নামে পরিচিত ?
Ans : আয়ন বায়ু