পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৪৬

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৪৬   

*******************************


1. জীবাণু বা ভাইরাস হলো একটি _____ প্রাণী ?
Ans : এককোষী 

2. অস্থিতে শক্তি প্রদান করে কোন ভিটামিন ?
Ans : ভিটামিন D

3. কোন রাজ্য সরকার ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বিশ্বের প্রথম আইটি ক্যাম্পাস স্থাপন করেছে ?
Ans : তেলেঙ্গানা 

4. সাক্ষী মালিক কোন ক্ষেত্রের সাথে যুক্ত ?
Ans : কুস্তিগীর 

5. প্রশম দ্রবণে লিটমাস এর বর্ণ হলো ?
Ans : বেগুনি

6. সাধারণ ইলেকট্রিক বাল্বের মধ্যে কি গ্যাস ভরা থাকে ?
Ans : নাইট্রোজেন 

7. পেট্রোলের রাসায়নিক নাম কি ?
Ans : গ্যাসোলিন

8. জীবাশ্ম জ্বালানি দহনে কার্বন নাইট্রোজেন সালফারের অক্সাইড নির্গত হয় তা হলো ?
Ans : আম্লিক অক্সাইড 

9. ভিটামিন C এর রাসায়নিক নাম কি ?
Ans : এসকরবিক এসিড 

10. বৈদ্যুতিক হিটার তার এর বৈশিষ্ট্য কি ?
Ans : উচ্চ গলনাঙ্ক

11. পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি ?
Ans : নীলনদ 

12. পিঁপড়ের মধ্যে কোন এসিড উপস্থিত ? 
Ans : ফরমিক এসিড 

13. রক্তের লোহিত কণিকা তৈরি হয় ?
Ans : লোহিত অস্থিমজ্জা 

14. গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু ?
Ans : ফাইলেরিয়া 

15. পেট্রোলিয়াম হলো একটি _____ পদার্থ ?
Ans : মিশ্র 

16. 100 বছর সময় কালে অধিবর্ষ রয়েছে কটি ?
Ans : 24 টি 

17. বিশ্বের প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম কোনটি ?
Ans : উইম্বলডন

18. পেলসিলের শীষ কি থেকে তৈরি হয় ?
Ans : গ্রাফাইট থেকে 

19. হুতুম পেঁচা কার ছদ্মনাম ?
Ans : কালীপ্রসন্ন সিংহ 

20. উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ নিয়ন্ত্রণ করে কোন হরমোন ?
Ans : অক্সিন