পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৫২

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৫২  

*******************************



1. মন (MON) জেলা কোথায় ?
~ নাগাল্যান্ডে। 

2. রক্তচাপ মাপক যন্ত্রের নাম কী ?
~ স্ফিগমোম্যানোমিটার

3. Long Walk to Freedom কার লেখা ?
~ নেলসন ম্যান্ডেলা

4. FERA পুরো কথা কী ?
~ ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট।

5. হরপ্পা লিপিতে মোট কটি চিহ্ন আছে ?
~ ৮৫৫ টি।

6. ভারতে প্রযোজিত প্রথম রঙিন চলচ্চিত্র কোনটি ?
~ কিষাণ কন্যা।

7. আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয় ?
~ রাজা রামমোহন রায়।

8. Relationship Beyond Banking- কাদের
কথা ?
~ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার।

9. Bacterial Blight রোগটি সাধারণভাবে কোন ফসলে দেখা যায় ?
~ ধানে।

10. ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম কী ?
~ Ascorbic Acid

11. ভারতের প্রথম পেপার মিল কোথায় স্থাপিত হয় ?
~ শ্রীরামপুরে।গঙ্গাধর তিলক।

12. Granary of India কাকে বলা হয় ?
~ পাঞ্জাবকে

13: কার রাজত্বকালে ভারতে আসেন মেগাস্থিনিস?
~ চন্দ্রগুপ্ত মৌর্য

14. রণ কাকে বলা হয়?
~ গুজরাতের অগভীর জলাভূমিকে

16. পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়?
~ বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে

17 কমলালেবুর শহর বলে কোন জায়গা পরিচিত?
~ নাগপুর

18. প্রথম প্রতিশ্রুতি কার লেখা?
~ আশাপূর্ণা দেবী

19. অকপট চন্দ্র ভাস্কর কার ছদ্মনাম ?
~ রবীন্দ্রনাথ ঠাকুর

20. লোহরি কী ?
~ পঞ্জাবি লোক উৎসব

21. রামচরিত কার রচনা ?
~ সন্ধ্যাকর নন্দী

22. ছত্তিশগড় রাজ্য কত সালে তৈরি হয় ?
~ ২০০০।

 23. সবথেকে দীর্ঘ তটরেখা কোন দেশের ?
~ ক্যানাডা।