পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৫৭

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৫৭  

*****************************



1. পেশী কলা কত ধরনের হয় ?
Ans : 3 ধরণের 

2. কোন চুক্তির স্বাক্ষরের পর হায়দার আলী এবং ব্রিটিশরা মারাঠার বিরুদ্ধে লড়াই ঘোষণা করেন ?
Ans : মাদ্রাজ চুক্তি 

3. দ্বি-জাতি তত্ত্বের জনক কাকে বলা হয় ?
Ans : মহম্মদ আলী জিন্না 

4. বাডিং এর মাধ্যমে প্রজনন ঘটে কার ?
Ans : ইস্ট

5. ভারী নিউক্লিয়াসের ভাঙন ঘটে কোন বিক্রিয়ায় ?
Ans : নিউক্লিও বিভাজন 

6. প্রতিফলনের ফলে যে ছবি তৈরি হয় সেটি কিরূপ ?
Ans : বাস্তব 

7. সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কোন সালে ?
Ans : 1829 সালে 

8. পৃথিবী, চাঁদ ও সূর্যের মধ্যবিন্দু যখন একটি সরলরেখায় অবস্থান করে তখন সেটিকে কি বলে ?
Ans : সিজিগি 

9. কোন সালে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয় ?
Ans : 1989 সালে 

10. ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকার ধারনাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
Ans : অস্ট্রেলিয়া

11. 10 কেজি ভরের বাইসাইকেল এর গতি 20 মিটার/সেকেন্ড ,তবে গতিশক্তি হবে ?
Ans : 4000 জুল 

12. ভূমিকম্প পরিমাপ করা হয় কিসে ?
Ans : সিসমোগ্রাফ 

13. অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ?
Ans : সতীশচন্দ্র বসু 

14. ভারতের রাষ্ট্রপতি হতে হলে সর্বনিম্ন বয়স কত হওয়া প্রয়োজন ? 
Ans : 35 বছর 

15. মরলেমিন্টো সংস্কার আইন কবে পাশ হয় ?
Ans : 1909 সালে 

16. নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাশ হয় ?
Ans : 1876 সালে 

17. কোন ভিটামিনের অভাবে ফিনোডার্মা বা টোডস্কিন রোগ হয়ে থাকে ?
Ans : ভিটামিন A

18. _____ একটি টেট্রা-পারমানবিক উপাদান ?
Ans : ফসফরাস 

19. ভারতীয় রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ কবে হয় ?
Ans : 1949 সালে 

20. _______ হল দুটি বস্তুর পরস্পরের প্রতিক্রিয়া ?
Ans : বল