পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৪১

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৪১   

*********************************


1. One School One IAS - স্কিম লঞ্চ করলো কোন রাজ্য ?
Ans : কেরালা 

2. বিধবা বিবাহ আইন পাশ হয় কত সালে ?
Ans : 1856 সালে 

3. 'Holy City' হিসেবে কোন শহর বিখ্যাত ?
Ans : জেরুজালেম 

4. ব্যারোমিটারে কোন তরল আধতু বর্তমান ?
Ans : পারদ 

5. ভারতের কোন রাজ্য পূর্বে 'নেফা' নামে পরিচিত ছিল ?
Ans : অরুণাচল প্রদেশ 

6. 1820 এর দশকে ইয়ংবেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন ?
Ans : ডিরোজিও

7. ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানী লাভ করে কত সালে ?
Ans : 1765 সালে

8. চিংড়ির রেচন অঙ্গ কি ?
Ans : সবুজ গ্রন্থি 

9. জাপানের বৃহত্তম বিমান বন্দর কোনটি ?
Ans : টোকিও 

10. জিম্বাবুয়ের রাজধানীর নাম কি ?
Ans : হারারে 

11. অর্ধপরিবাহী হিসেবে কি ব্যবহৃত হয় ?
Ans : জার্মেনিয়াম ও সিলিকন 

12. কোন ক্ষেত্রে 'ভাটনগর পুরস্কার' প্রদান করা হয় ?
Ans : বিজ্ঞান ও প্রযুক্তি 

13. কলরব - নামে প্রথম পাখি উৎসবের উদ্বোধন করলো কোন রাজ্য সরকার ?
Ans : বিহার

14. নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায় ?
Ans : বলের পরিমান 

15. ছত্রাক হল এক প্রকারের ____ ?
Ans : মৃতজীবী 

16. কোন গুপ্ত রাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ?
Ans : কুমার গুপ্ত

17. 'Aero India 21' মোবাইল app লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী ?
Ans : রাজনাথ সিং 

18. 'কাশ্মীরের আকবর' কাকে বলে ?
Ans : জয়নাল আবেদিন 

19. গান্ধার শিল্প কোন যুগে বিকাশ লাভ করে ?
Ans : কুষাণ

20. আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন কে ?
Ans : স্নেল