পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৬২

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৬২  

****************************


1. 'কচ্ছ' শব্দের অর্থ কি ?
Ans: জলাময় দেশ

2. সাম্যের অধিকার কত নম্বর ধারায় বর্ণিত হয়েছে ?
Ans: 14-18 ধারা

3. জীবনের সুরক্ষা এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকারটি কত নম্বর ধারায় উল্লেখিত আছে ?
Ans: 21 ধারা

4. সংবিধানের কত নং ধারায় শিশুশ্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ?
Ans: 24 ধারা

5.শোষণের বিরুদ্ধে অধিকার কত নং ধারায় উল্লেখিত আছে ?
Ans: অনুচ্ছেদ 23-24 ধারা

6. কোন ধারায় অস্পৃশ্যতার বিরুদ্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে ?
Ans: 17 ধারা

7. 'আইনের চোখে সাম্য' ধারণাটি কত নং ধারায় আলোচনা করা হয়েছে ?
Ans: 14 ধারা

8. জাতিগত বৈষম্যের বিরুদ্ধে অধিকার কততম ধারায় বর্ণিত আছে ?
Ans: 15 ধারা

9. সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার কত নং ধারায় বর্ণিত আছে ?
Ans: 29-30 ধারা

10. মৌলিক অধিকার গুলির মধ্যে শেষ অধিকার কোনটি ?
Ans: শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার

11. নির্দিষ্ট কেসে গ্রেফতার ও আটকের বিরুদ্ধে অধিকার কোন ধারায় বর্ণিত আছে ?
Ans: 22 ধারা

12. শিক্ষার অধিকার কত নং ধারায় উল্লেখিত আছে ?
Ans: 21- A

13. কত নং ধারা অনুযায়ী কোনো অভিযুক্ত ব্যক্তিকে নিজের ইচ্ছার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না ?
Ans: 20(3)

14. কোন ধারা অনুযায়ী একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একাধিকবার শাস্তি দেওয়া যাবে না ?
Ans: 20(2)

15. কত তম সংবিধান সংশোধনে ধর্মনিরপেক্ষতা শব্দটি সংযুক্ত হয়েছে ?
Ans: 42

16. বাক্য ও মতামত প্রকাশের স্বাধীনতা কোন ধারায় উল্লেখিত হয়েছে ?
Ans: 19(1)

17. কত নং ধারা অনুসারে সমিতি,রাজনৈতিক দল,সংঘ,শ্রমিক সংগঠন করা যায় ?
Ans: 19(1) গ

18. সংবিধানে কয়টি স্বাধীনতার অধিকার বর্ণিত রয়েছে ?
Ans: 6টি

19. কোন মামলার রায় অনুযায়ী সংবিধানের মৌল কাঠামো পরিবর্তন না করে মৌলিক অধিকার সংশোধনের ক্ষমতা পার্লামেন্টের রয়েছে ?
Ans: কেশবানন্দ ভারতী মামলা

20. লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে। এটি হল ?
Ans: সিসমেন্যাস্টি