পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৪৩

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৪৩   

********************************


1. ফা-হিয়েন কার আমলে ভারতে এসেছিলেন ?
Ans : দ্বিতীয় চন্দ্রগুপ্ত

2. ভারতের সংবিধান দিবস কবে পালিত হয় ?
Ans : 26 শে নভেম্বর 

3. দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স - এর রচয়িতা কে ?
Ans : বিনায়ক দামোদর সাভারকর 

4. ভারত গৌরব আওয়ার্ড 2020 পেলেন কোন আইপিএস অফিসার ?
Ans : করুণা সাগর 

5. কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয় ?
Ans : 1191 সালে 

6. সম্প্রতি প্রয়াত উন্নিকৃষ্ণন নাম্বুথিরি কোন ভাষার অভিনেতা ছিলেন ?
Ans : মালায়ালাম 

7. উত্তরাখণ্ডের প্রথম শিশু বান্ধব পুলিশ স্টেশনে উদ্বোধন করলেন কে ?
Ans : ত্রিবেন্দ্র সিং রাওয়াত 

8. কে অ্যাঙলো-ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ?
Ans : লালা হংসরাজ 

9. ঝুলনলীলা কোন রাজ্যের নৃত্যকলা ?
Ans : রাজস্থান 

10. জাতীয় পেনশন প্রকল্পতে যোগ দেওয়ার সর্বোচ্চ বয়স কত ?
Ans : ৬৫ বছর 

11. জাতীয় কন্যা দিবস কবে পালন করা হয় ?
Ans : 24 শে জানুয়ারি 

12. হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী কোনটি ?
Ans : ধর্মশালা 

13. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের রাজা কে ছিলেন ?
Ans : সম্রাট হিরোহিতা 

14. নৈনিতাল ঝিল কোন রাজ্যে অবস্থিত ?
Ans : উত্তরাখন্ড 

15. সৌর প্যানেলে কোন ধাতু ব্যবহার করা হয় ?
Ans : সিলিকন

16. আমেরিকা যুক্তরাষ্ট্রের 46 তম রাষ্ট্রপতি হিসাবে কে শপথ গ্রহণ করলেন ?
Ans : জো বিডেন

17. শ্রীরঙ্গপত্তনমে 'স্বাধীনতা বৃক্ষ' স্থাপন করেছিলেন কে ?
Ans : টিপু সুলতান 

18. এবছর 23 শে জানুয়ারি,2021 নেতাজির কততম জন্মবার্ষিকী পালন করা হলো ?
Ans : 125 তম 

19. ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন ?
Ans : গুরু তেগ বাহাদুর 

20. বাংলা বিভাগ হয় কোন সালে ?
Ans : 1905 সালে