পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৬০
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৬০
১. কোন কোন তারিখে পৃথিবীর দুই গোলাধের দিন- রাত্রি সমান হয়– ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর।
২. ভারতের প্রাচীনতম পর্বতের নাম– আরাবল্লী।
৩. ভারতের বৃহত্তম লৌহ- ইস্পাত কেন্দ্র– ছত্তিশগড়ের ভিলাই।
৪. কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম– গুজরাট।
৫. ভারতের দীর্ঘতম বাঁধের নাম– হিরাকুঁদ।
৬. বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ– মাজুলি দ্বীপ।
৭. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ– সান্দাকফু।
৮. পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত একটি নদীর নাম– ময়ুরাক্ষী।
৯.ভারতের সর্ববৃহৎ তৈল শোধানাগার– জামনগর।
১০.ক্ষুদ্রতম কেন্দ্রশাষিত অঞ্চল– লাক্ষাদ্বীপ।
১১. ভারতের সর্বোচ্চ জলপ্রপাত- Kunchikol।
১২. ভারতের প্রথম সূর্যোদয় হয়– অরুণাচল প্রদেশ।
১৩. লাক্ষ্মদ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ — মিনিকয়।
১৪. ভারতে সবচেয়ে উঁচুতে অবস্থিত সড়ক পথ — খারদুংলা সড়ক।
১৫. ভারতের গভীরতম বন্দর — বিশাখাপত্তনম।
১৬. বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ঝড়ের নাম– টর্নেডো।
১৭.নাসিকের কুম্ভমেলা কোন নদীর তীরে হয়– গোদাবরী।
১৮. মানচিত্রে অস্তিত্ব নেই এমন একটি দেশের নাম– বেলেডোনিয়া।
১৯.ভারতে সবচেয়ে বড় প্রবাল দ্বীপ– লাক্ষাদ্বীপ।
১০. ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র — সিদ্রাপং।
১১. বিশ্বের জনবহুল শহর কোনটি– টৌকিও।
১২. যে মহাকাশ যানে মানুষ প্রথম চাঁদে পর্দাপন করে তার নাম– অ্যাপেলো।
১৩. মাদুমালাই অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত– তামিলনাডু।
১৪. প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ দ্বীপ — মাদাগাস্কার।
১৫. নাথিলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত– সিকিম।
১৬.অাঙ্কোরভাট মন্দির কোন দেশে অবস্থিত– কম্বোডিয়া।
১৭. মধুবনী শিল্প কোন রাজ্যে– বিহার।
১৮.কোন নদীতে গ্র্যান্ড ক্যানিয়ান গিরিখাত সৃষ্টি হয়েছে– কলোরাডো।
১৯.পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি– গ্রেট ব্যারিয়ার রিফ।
২০. বিশ্বের বৃহত্তম নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য কোথায়– আমাজন অববাহিকায়।
২১. আটাকামা মরুভূমি কোথায় অবস্থিত– চিলি।
২২. গোবি মরু ভুমিটি অবস্থিত– মঙ্গোলিয়ায়।
২৩. পৃথিবী যে ছায়াপথে অবস্থিত তার নাম কী– আকাশগঙ্গা।
২৪ বিশ্বের সবচেয়ে দুষিত শহর– মেস্কিকো।
২৫. ভূমিকম্প হেতু বিশাল সামুদ্রিক ঢেউকে বলে– সুনামি