পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৫৬

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৫৬  

******************************


1. দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন কবে হয় ?
Ans : 22 ডিসেম্বর 

2. ট্যাংস্টেন এবং সোনার মধ্যে কার গলনাঙ্ক ও  স্ফুটনাঙ্ক সর্বোচ্চ ?
Ans : ট্যাংস্টেন 

3. ভারতে কত সালে প্রথম বন্যপ্রাণী সংরক্ষন আইন শুরু হয় ?
Ans : 1972 সালে 

4. কোন দেশের সংসদ কোর্টেস নামে পরিচিত ?
Ans : স্পেন

5.  _______ পরিমাপ করে কৃতকার্যের গতিকে ?
Ans : ক্ষমতা

6. শ্রেণীবিন্যাসের জনক কাকে বলে ?
Ans : লিনিয়াস কে 


7. যকৃতের রং কেমন ?
Ans : লালচে খয়েরি 

8. কোনো বস্তুকে জলে নিমজ্জিত করলে তার উপর একটি বল কাজ করে এই বলটি হলো ?
Ans : প্লবতা 

9. ভারতীয় রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর কোথায় ?
Ans : মুম্বাই 

10. স্বর্তবিলোপ নীতি কে প্রবর্তন করেন ?
Ans : লর্ড ডালহৌসি

11. ধাতু পৃথিবীর কোন অংশে পাওয়া যায় ?
Ans : ভূ-ত্বকে 

12. ইংরেজিতে নাটক লেখার জন্য প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার কে জেতেন ?
Ans : মহেশ দত্তানি 

13. CaOCl2 কি হিসেবে ব্যবহৃত হয় ?
Ans : জীবাণু এবং ব্যাকটেরিয়ানাশক

14. সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে স্থাপন করেন ?
Ans : গোপালকৃষ্ণ গোখলে 

15. পৃথিবীর কেন্দ্রমন্ডলের তাপমাত্রা প্রায় কত ?
Ans : 4000-5000℃

16. মরুভূমিতে মরীচিকার সৃষ্টি কোন নীতির দৃষ্টান্ত ? 
Ans : অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন 

17. কাবেরী জল বিতর্ক কোন দুটি রাজ্যের মধ্যে রয়েছে ?
Ans : তামিলনাড়ু ও কর্ণাটক 

18. রৈখিক পেশী হলো _____?
Ans : বহু কোষকেন্দ্র যুক্ত 

19. 1920 সালে ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?
Ans : লালা লাজপত রায় 

20. সিরোজেম কি ?
Ans : মরু অঞ্চলের মাটি