পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৫৫
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৫৫
1. অ্যালভিওলাই কোথায় অবস্থিত ?
Ans : ফুসফুস
2. প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলা তৈরি হয়েছে কতগুলি আগ্নেয়গিরি নিয়ে ?
Ans : প্রায় 500 টি
3. পুং জননতন্ত্রের কোন অংশে প্রধান জেনেটিক বস্তু পাওয়া যায় ?
Ans : শুক্রাণু
4. অশ্বিনী পোনাপ্পা কোন খেলার জন্য বিখ্যাত ?
Ans : ব্যাডমিন্টন
5. চম্বল, কেন এগুলো কোন দিক বাহিনী নদী ?
Ans : উত্তরবাহিনী নদী
6. প্রাচীন ভারতে মরিচ্চকটিকা বইটি কে সংকলন করেছিলেন ?
Ans : শূদ্রক
7. আইন কমিশন কমিটি কবে গঠিত হয় ?
Ans : 1961 সালে
8. ভৌতবিজ্ঞানের মোট কত গুলি শাখা আছে ?
Ans : 11 টি
9. কোয়া জনজাতি বিদ্রোহ কত সালে ঘটে ?
Ans : 1922
10. লেন্সের ক্ষমতার সাথে পুরক হলো ?
Ans : ফোকাস দৈর্ঘ্য
11. আনন্দ ভবন কোথায় অবস্থিত ?
Ans : এলাহাবাদ
12. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
Ans : ওয়ারেন হেস্টিংস
13. কথাকলি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য ?
Ans : কেরল
14. ভারতের প্রথম বিশ্বশ্রী সম্মান কে পান ?
Ans : মনতোষ রায়
15. কোন বছর শচীন তেন্ডুলকর ভারতরত্ন পান ?
Ans : 2014 সালে
16. ভারতে কত শতাংশ ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় ?
Ans : 65%
17. ভারতের মিসাইল ম্যান কাকে বলা হয় ?
Ans : এ পি জে আব্দুল কালাম কে
18. সিকিমে কোন প্রাণী সংরক্ষণ করা হয় ?
Ans : রেড পান্ডা
19. সিমুক কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ?
Ans : সাতবাহন বংশ
20. অভিজ্ঞতাবাদের প্রধান প্রবক্তা কে ?
Ans: জন লক