পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৪৮

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৪৮   

*******************************


১)ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি?
Ans : কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন বা K2

২) কারাকোরাম পর্বতের অপর নাম কি?
Ans : কৃষ্ণগিরি

৩)ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
Ans : কাঞ্চনজঙ্ঘা

৪)ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি?
Ans : কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ

৫)ভারতের উচ্চতম মালভূমির নাম কি?
Ans : লাদাখ

৬) ভারতের বৃহত্তম মালভূমির নাম কি?
Ans : দাক্ষিণাত্য মালভূমি

৭)ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদের নাম কি?
Ans : রাজস্থানের সম্বর হ্রদ

৮)ভারতের উচ্চতম লবনাক্ত হ্রদের নাম কি?
Ans : প্যাংগং হ্রদ

৯)দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
Ans : আনাইমুদি

১০)কাশ্মীর উপত্যকার ধাপযুক্ত ভূমিকে কি বলে?
Ans : কারেওয়া

১১)মেঘালয় মালভূমি কোন মালভূমির অংশ?
Ans : ছোটনাগপুর মালভূমি

১২)অরুণাচল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
Ans : কাংটো

১৩)কোন শৈলশিরা ভারতকে নেপাল থেকে বিচ্ছিন্ন করেছে?
Ans : সিঙ্গালিলা শৈলশিরা

১৪)পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
Ans : সান্দাকফু

১৫)ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি?
Ans : কাঞ্চনজঙ্ঘা

১৬)কুমায়ুন হিমালয়ের হিমাবাহ সৃষ্ট হ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে?
Ans : তাল

১৭)কোন কোন পর্বতের মাঝে দুন উপত্যকা অবস্থিত?
Ans : শিবালিক হিমালয় ও হিমাচল হিমালয়

১৮)ভারতের বৃহত্তম দুন উপত্যকার নাম কি?
Ans : দেরাদুন

১৯)ভারতের কোথায় জাফরান চাষ হয়?
Ans : জম্মু ও কাশ্মীরের কারেওয়া সমভূমিতে

২০) ভূস্বর্গ কাকে বলা হয়?
Ans : কাশ্মীর উপত্যকাকে

২১) ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি?
Ans : উলার হ্রদ

২২)জম্মু ও শ্রীনগরের মধ্যে সংযোগ রক্ষাকারী গিরিপথের নাম কি?
Ans : বানিহাল গিরিপথ/জহর ট্যানেল

২৩)ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুণের নাম কি?
Ans : উড়িষ্যার চিল্কা হ্রদ

২৪)ভারতের দক্ষিণতম পর্বতের নাম কি?
Ans : কার্ডামম পর্বত

২৫)মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে?
Ans : কয়াল

২৬)ভারতের বৃহত্তম কয়ালের নাম কি?
Ans : ভেম্বানাদ কয়াল।