পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৪৭

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৪৭   

*******************************



1. কোন অঙ্গানু কে সুইসাইড ব্যাগ বলে ?
Ans : লাইসোজোম

2. ম্যাডোনা ছবিটি কে এঁকেছেন ?
Ans : রাফায়েল 

3. পৃথিবীর নীরব শহর কোনটিকে বলা হয় ?
Ans : রোম 

4. 'স্বদেশী ভান্ডার' কে প্রতিষ্ঠা করেন ?
Ans : রবীন্দ্রনাথ ঠাকুর 

5. Grand Old Man of India - কাকে বলে ?
Ans : দাদাভাই নৌরজি

6.বাংলার অগ্নিকন্যা নামে কে পরিচিত ?
Ans : কল্পনা দত্ত 

7. লিলি ফুলের দেশ বলা হয় কোন দেশ কে ?
Ans : কানাডা 

8. বিশ্বের কোন দেশ কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে ?
Ans : ব্রাজিল 

9. ঝাঁসি রানী ট্রফি কোন খেলার সাথে যুক্ত ?
Ans : ক্রিকেট 

10. মুর্তিদেবী পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে ?
Ans : সাহিত্য 

11. সিন্ধু সভ্যতার কোন শহরটি ছিল একটি বন্দর শহর ?
Ans : লোথাল

12. আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ?
Ans : আমজাদ আলী খান 

13. ভারতের ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিলের চেয়ারম্যান কে ?
Ans : প্রধানমন্ত্রী

14. সম্রাট আকবরের ঘোড়ার নাম কি ছিল ?
Ans : রভর

15. Half The Night is Gone - কার লেখা ?
Ans : অমিতাভ বাগচী 

16. ছন্দের জাদুকর নামে কে বিখ্যাত ছিলেন ?
Ans : সত্যেন্দ্রনাথ দত্ত

17. সুচেতা কৃপালিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ?
Ans : উত্তরপ্রদেশ

18.নেফ্রিডিয়া কার রেচন অঙ্গ ?
Ans : জোঁক, কেঁচো

19. ফল পাকাতে সাহায্য করে কোন কৃত্তিম হরমোন ?
Ans : ইথিলিন 

20. পৃথিবীর উচ্চতম শহর কোনটি ?
Ans : ওয়েন চুয়াং