দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 27/03/2021

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 27/03/2021

************************



❖ 1. ফুড করপোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে অতীশ চন্দ্র কে নিযুক্ত করা হলো

❖ 2. ইউনিক আইডেন্টিফিকেশন অর্থরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এর চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে সৌরভ গর্গ কে নিযুক্ত করা হলো

❖ 3. ভারতের বিশাখাপত্তনমে পৃথিবীর প্রথম মোবাইল 'Water-from-air kiosk এবং ওয়াটার নলেজ সেন্টার তৈরি করা হলো

❖ 4. ওয়ার্ল্ড থিয়েটার দিবস পালন করা হয় 27 শে মার্চ, এছাড়াও এই বছর এই দিনটি তে Earth Hour 2021 পালিত হচ্ছে,যার থিম - Climate Change to Save Earth

❖ 5. মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রার ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে আনিশ শাহ নিযুক্ত হলেন 

❖ 6. ভারত এবং মাদাগাস্কার মিলিত ভাবে এক্সক্লুসিভ ইকোনমিক জোন প্যাট্রোলিং এবং প্যাসেজ অনুশীলন (PASSEX) সম্পন্ন করলো
 
❖ 7. সম্প্রতি প্রখ্যাত ওডিসি মৃত্য শিল্পী Laxmipriya Mohapatra প্রয়াত হলেন

❖ 8. সম্প্রতি প্রসিদ্ধ লেখক Carmen Maria Machado তার লেখনী 'In The Dream House : A Memoir' এর জন্য  The Rathbones Folio Prize 2021 জিতলেন

❖ 9. দিল্লিতে অনুষ্ঠিত ISSF ওয়ার্ল্ড কাপে মহিলাদের 25m পিস্তল প্রতিযোগিতায় সোনা জিতলেন Rahi Sarnobat, Chinky Yadav এবং Manu Bhaker

❖ 10. ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান সম্প্রতি নিউক্লিয় সক্ষম ব্যালিস্টিক মিসাইল 'Shaheen - 1A' এর সফল পরীক্ষণ সম্পন্ন করলো