দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 26/03/2021

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 26/03/2021

************************


▣ 1. কেরালা রাজ্যের যক্ষা দূরীকরণ প্রোগ্রাম জাতীয় সম্মান পেলো

▣ 2. প্রসিদ্ধ অভিনেতা ও লেখক Samir Soni এর নতুন একটি বই প্রকাশিত হল যার নাম - 'My Experiements with Silence'

▣ 3. প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার পদে কে বিজয়রাঘবন কে আরো 1 বছরের জন্য বহাল রাখা হলো

▣ 4. এয়ারপোর্টস অর্থরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে সঞ্জীব কুমার কে নিযুক্ত করা হলো

▣ 5. প্রসিদ্ধ গায়িকা আশা ভোঁসলে 'মহারাষ্ট্র ভূষণ 2020' সম্মানে সম্মানিত হতে চলেছেন

▣ 6. সেন্ট্রাল স্ক্রুটুনি সেন্টার এবং IEPFA মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 

▣ 7. খেলো ইন্ডিয়া স্কিম 2021-22 কে 2025-26 পর্যন্ত বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু

▣ 8. ভারতের আইআইটি খড়গপুর CoreNet Global Academic Challenge 6.0 জিতলো 

▣ 9. 73 টি AYUSH হেল্থ এবং ওয়েলনেস সেন্টারের ভার্চুয়ালি উদ্বোধন করলেন জম্মু-কাশ্মীরের লিউটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা

▣ 10. State TBI ইনডেক্স 2021 অনুযায়ী প্রথম স্থান অধিকার করলো হিমাচল প্রদেশ