দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 24/03/2021

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 24/03/2021

************************


☑️ 1. বিশ্ব যক্ষা দিবস ( World Tuberculosis Day ) পালন করা হয় 24 শে মার্চ, এই বছরের থিম -The Clock is Ticking

☑️ 2. 18 টি দেশের মোট 38 টি স্যাটেলাইট সফলভাবে মহাকাশে লঞ্চ করলো রাশিয়ার Roscosmos স্পেস এজেন্সি

☑️ 3. জল শক্তি মন্ত্রকের সঙ্গে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ রাজ্য সরকার 'Ken-Betwa Link' প্রজেক্টের জন্য চুক্তি স্বাক্ষর করলো

☑️ 4. নতুন দিল্লি তে শহীদ ভগৎ সিং স্মারক এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল ( নিশাঙ্ক )

☑️ 5. ভারতের প্রথম অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার অ্যানিমাল অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক লঞ্চ করলো

☑️ 6. ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) এর ব্যাংকিং এপ্লিকেশন মূল্যায়নের উপর সদ্য গঠিত পাঁচ সদস্যের কমিটির প্রধান করা হলো Shyamala Gopinath কে 

☑️ 7. উত্তরপ্রদেশের জল জীবন মিশনের জন্য ডেনমার্ক এবং ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (UNOPS) জোটবদ্ধ হলো 

☑️ 8. Danish Red Cross পৃথিবীর প্রথম সংস্থা যারা পৃথিবীর প্রথম Catastrophe Bond লঞ্চ করলো

☑️ 9. এপ্রিলের 24 তারিখ থেকে ভারতের মুখ্য বিচারপতি পদের দায়িত্ব নিতে চলেছেন NV Ramana (48 তম)

☑️ 10. 1300 টি কমব্যাট ভেহিকেলের জন্য ভারতের প্রতিরক্ষা মন্ত্রক Mahindra Defence Systems Ltd এর সাথে 1056 কোটি টাকার চুক্তি করলো