দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 21/03/2021

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 21/03/2021

************************


⚉ 1. NeoGrowth ভারতীয় ক্রিকেটার অজিঙ্ক রাহানে কে ব্র্যান্ড আম্বাসাডর পদে নিয়োগ করলো

⚉ 2. চতুর্থ গ্লোবাল আয়ুর্বেদ উৎসবের (GAF) সম্ভাষণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

⚉ 3. World Happiness রিপোর্ট 2021 অনুযায়ী ভারত 139 তম স্থান অধিকার করলো, ফিনল্যান্ড শীর্ষে 

⚉ 4. World's Most Dangerous Roads স্টাডি অনুযায়ী ভারত চতুর্থ স্থান পেলো, প্রথম স্থানে দক্ষিণ আফ্রিকা 

⚉ 5. গ্রামাঞ্চলের মহিলাদের জীবন-জীবিকা উদযাপন করতে UNDP 'Sahi Disha' ক্যাম্পেইন লঞ্চ করলো

⚉ 6. আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে কানাডা সপ্তাহব্যাপী Arctic Air Defence ড্রিল/অনুশীলন শুরু করতে চলেছে

⚉ 7. ভারতীয় নৌবাহিনী এবং বাহারিন নৌবাহিনী এর মধ্যে 'অপারেশন সংকল্প' নামক মেরিটাইম সিকিউরিটি অপারেশন সম্পন্ন হলো

⚉ 8. দেশের মধ্যে প্রথম রাজ্য হিসেবে বিহারের মন্ত্রী পরিষদ ইথানল প্রোডাকশন প্রমোশন পলিসির অনুমোদন দিলো 

⚉ 9. World Poetry Day পালন করা হয় 21 শে মার্চ, এছাড়াও এই দিনটি World Forestry Day হিসেবেও পালিত হয় 

⚉ 10. সম্প্রতি SEBI এর প্রাক্তন চেয়ারম্যান GV Ramakrishna  প্রয়াত হলেন