দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 20/03/2021

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 20/03/2021

************************


➢ 1. সম্প্রতি জম্মু-কাশ্মীর রাজ্যপাল মনোজ সিনহা 'Awaam Ki Baat' নামক রেডিও প্রোগ্রামের উদ্বোধন করলেন

➢ 2. সদ্য প্রকাশিত Moody's রিপোর্ট অনুযায়ী 2021 বর্ষে ভারতের জিডিপি 12% নির্ধারণ করা হলো, এছাড়াও UNCTAD ভারতের জিডিপি 5% নির্ধারণ করলো

➢ 3. তাঞ্জানিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি পদে Samia Suluhu Hassan শপথ গ্রহণ করলেন

➢ 4. ভারতীয় এথলিট Avinash Sable 300 মিটার স্টিপলচেজে নতুন ন্যাশনাল রেকর্ড গড়লেন

➢ 5. চতুর্থ বারের মত নির্বাচন জিতে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী হতে চলেছেন Mark Rutte

➢ 6. World Sparrow Day - পালন করা হয় 20 শে মার্চ, এই বছরের থিম - I Love Sparrows, এছাড়াও এই দিনটি International Day of Happiness হিসেবেও পালিত হয় 

➢ 7. নতুন দিল্লিতে অনুষ্ঠিত India Chem 2021 এর 11 তম সংস্করণের উদ্বোধন করলেন কেমিক্যাল এবং ফার্টিলাইজার কেন্দ্রীয় মন্ত্রী Sadananda Gowda

➢ 8. ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO, NIT - রাউরকেল্লা তে স্পেস টেকনোলজি ইকিউবেশন সেন্টার গড়ে তুলতে চলেছে

➢ 9. International Conference on Disaster Resilient Infrastructure 2021 (ICDRI 2021) এর তৃতীয় সংস্করণের সম্ভাষণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

➢ 10. ভারতের প্রথম কার্বন ক্রেডিট প্রোগ্রাম 'Gram Ujala' বিহারের Aarah গ্রামে লঞ্চ করা হলো