দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 18/03/2021

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 18/03/2021

************************


✪ 1. সম্প্রতি মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশারী 'Dawn Under The Done' নামক ডিজিটাল ই-বুক প্রকাশ করলেন

✪ 2. সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার উপর 2 কোটি টাকার ফাইন চাপাল

✪ 3. Global Recylcling Day পালন করা হয় 18 ই মার্চ, এ বছরের থিম - Recycling Heroes

✪ 4. প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ গান্ধী প্রয়াত হলেন, এছাড়া প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী Moudud Ahmed

✪ 5. ফেডারেশন কাপ ন্যাশনাল এথলেটিক্স  চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন S Dhanalakshmi

✪ 6. Startup India Seed ফান্ড স্কিমের জন্য কেন্দ্রীয় সরকারের নব গঠিত মনিটরিং কমিটির প্রধান হলেন H K Mittal 

✪ 7. সম্প্রতি ইতালি ইন্টারন্যাশনাল সোলার এলায়েন্স এ যুক্ত হলো এবং ভারতের সাথে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট করলো

✪ 8. স্পোর্টস এবং ইউথ আফফায়ার্স এর উপর ভারতের সাথে মালদ্বীপের সহযোগিতা মূলক প্রোগ্রাম কে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ অনুমোদন দিলো 

✪ 9. Stop TB Partnership Board' এর চেয়ারম্যান পদে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড: হর্ষবর্ধন কে নিযুক্ত করা হলো

✪ 10.  ভারতের জম্মু-কাশ্মীরের হ্যান্ডিক্রাফট এবং হ্যান্ডলুম পণ্য কে কানাডা তে প্রমোট করা হবে