দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 14/03/2021

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 14/03/2021

************************


✍ 1. সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভগবৎ গীতার Kindle ভার্সন লঞ্চ করলেন

✍ 2. টাটা মোটরস Parenthood কে সাপোর্ট করতে 'Wheels of Love' নামক প্রোগ্রাম লঞ্চ করলো

✍ 3. ফাইন্যান্স এবং কর্পোরেট আফফায়ার্স প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর কে টেরিটোরিয়াল আর্মির ক্যাপ্টেন পদের দায়িত্ব দেওয়া হলো

✍ 4. হিমাচল প্রদেশে বিখ্যাত স্বর্নিম আন্তর্জাতিক শিবরাত্রি মেলা শুরু হলো

✍ 5. সম্প্রতি ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (DOT) 5G টেকনোলজির উপর নতুন অনলাইন সার্টিফিকেট কোর্স লঞ্চ করলো

✍ 6. তেলেঙ্গানায় ভারতের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্লান্ট 2021 এর মধ্যে তৈরি হতে চলেছে

✍ 7. ইউরোপীয় দেশ গুলির মধ্যে প্রথম দেশ হিসাবে ফ্রান্স মহাকাশে সামরিক অনুশীলন 'AsterX' সম্পন্ন  করলো

✍ 8. সম্প্রতি Gowsalya Shankar কে International Woman of Courage 2021 আওয়ার্ড প্রদান করা হলো

✍ 9. ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশন (ICRIER) এর ডিরেক্টর পদে ওয়ার্ল্ড ব্যাংক অর্থনীতিবিদ দীপক মিশ্র কে নিযুক্ত করা হলো

✍ 10. এটিকে মোহনবাগান কে হারিয়ে ইন্ডিয়ান সুপার লীগ 2021 জিতলো মুম্বাই সিটি