দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 13/03/2021

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 13/03/2021

************************


➠ 1. পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার-কম্পিউটার 'Fugaku' তৈরি করলো জাপান

➠ 2. সম্প্রতি জম্মু-কাশ্মীরে শিবরাত্রি উৎসব 'Herath' উদযাপিত হলো

➠ 3. Asset Reconstruction Company Ltd (ARCIL) এর MD এবং CEO পদে পল্লব মহাপাত্র কে নিযুক্ত করা হলো 

➠ 4. কেন্দ্রীয় সরকার খুব শীঘ্রই 'Atmanirbhar Niveshak Mitra' পোর্টরাল লঞ্চ করতে চলেছে 

➠ 5. সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার অনুষ্ঠিত QUAD Summit এ অংশগ্রহণ করলেন

➠ 6. দেশে 'One Nation One Ration Card' সিস্টেম লাঘু করতে 'Mera Ration' মোবাইল App লঞ্চ করা হলো

➠ 7. সম্প্রতি ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসাবে মিথালি রাজ আন্তর্জাতিক স্তরে 10000 রান পূর্ণ করলেন

➠ 8. BRICS এর প্রথম মিটিং BRICS Contact Group on Economic and Trade Issues (CGETI) হোস্ট করলো ভারত

➠ 9. বাংলা ভাষায় সাহিত্য একাডেমি আওয়ার্ড 2020 জিতলেন শঙ্কর ( মনিশঙ্কর মুখোপাধ্যায় ), তার লেখনীর নাম 'একা একা একাশি'

➠ 10. গ্রামাঞ্চলের মহিলাদের ক্ষমতায়নের জন্য মহারাষ্ট্র রাজ্য সরকার 'Mahasamruddhi Mahila Sashaktikaran' স্কিম লঞ্চ করলো