দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 12/03/2021

 



দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 12/03/2021

************************


➦ 1. UN Panel of External Auditors এর চেয়ারম্যান পদে CAG গিরিশ মুর্মু কে বহাল রাখা হলো

➦ 2. লুনার স্পেস স্টেশন যৌথভাবে তৈরির জন্য কোন চীন এবং রাশিয়ান স্পেস এজেন্সি নিজেদের মধ্যে চুক্তি স্বাক্ষর করলো

➦ 3. সম্প্রতি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন কে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম আর্কাইভস (FIAF) এর পক্ষ থেকে পুরস্কৃত করা হলো

➦ 4. রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ 'Baton of Honor' সম্মানে সম্মানিত করলেন পুদুচেরীর প্রাক্তন লিউটেন্যান্ট গভর্নর কিরণ বেদী কে

➦ 5. মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি এর সদ্য প্রকাশিত 'ডিজিটাল পেমেন্ট স্কোরকার্ড' এ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) শীর্ষস্থান পেলো

➦ 6. সম্প্রতি ভারত এবং উজবেকিস্তানের মধ্যে উত্তরাখণ্ডের রানিক্ষেতে যৌথ সামরিক অনুশীলন 'DUSTLIK II' শুরু হলো

➦ 7. World Kidney Day - 11 ই মার্চ পালিত হলো, এ বছরের থিম - Living Well with Kidney Disease

➦ 8. সম্প্রতি Axis ব্যাংক 'Wear N Pay' নামক কন্ট্যাক্টলেস পেমেন্ট ডিভাইস লঞ্চ করলো

➦ 9. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) Young Global Leaders তালিকায় বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের নাম সংযুক্ত করা হলো

➦ 10. সম্প্রতি আইভরি কোস্টের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী Hamed Bakayoko ক্যান্সারে প্রয়াত হলেন