দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 10/03/2021

 

দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স পুলিশ কনস্টেবল/সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য তারিখ - 10/03/2021

************************



✫ 1. জম্মু-কাশ্মীর লিউটেন্যান্ট রাজ্যপাল মনোজ সিনহা মেয়েদের শিক্ষাস্বার্থে Super-75 স্কলারশিপ স্কিম লঞ্চ করলেন

✫ 2. ভারতীয় সেনাবাহিনী ইজরায়েলের কাছ থেকে 3 বছরের জন্য 4 টি Heron UAV ( Unmanned Aerial Vehicle) ধার নিলো 

✫ 3. 2021 ইকোনমিক ফ্রিডম সূচী অনুযায়ী ভারত 121 তম স্থান পেলো

✫ 4. ভারত সম্প্রতি দেশীয় পদ্ধতিতে তৈরি টরপেডো 'Shyena' -র প্রথম ফ্লাইট ট্রায়াল সফলভাবে সম্পন্ন করলো

✫ 5. পুষ্টি,শিশু সুরক্ষা,নারী ক্ষমতায়ন প্রভৃতি বিষয়ে সহযোগীতা বাড়িয়ে তোলার জন্য মিনিস্ট্রি অফ ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট Invest India -র সাথে চুক্তি স্বাক্ষরিত করলো

✫ 6. 2021-22 অর্থবর্ষে ভারতের প্রথম অন্ধ্রপ্রদেশ রাজ্যসরকার মহিলাদের উন্নত পরিষেবা দিতে বার্ষিক বাজেটে জেন্ডার বাজেট কে অন্তর্ভুক্ত করতে চলেছে

✫ 7. পুদুচেরীর লিউটেন্যান্ট রাজ্যপাল Tamilisai Soundararajan কে Top 20 Global Women of Excellence আওয়ার্ড 2021 সম্মানে সম্মানিত করা হলো

✫ 8. ভারতের প্রথম ওয়ার্ল্ড স্কিল সেন্টারের (WSC) উদ্বোধন করলেন ওড়িশা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক

✫ 9. জয়েন্ট আর্থ অবজারভেশন মিশনের জন্য ভারতের ISRO, NASA -এর সঙ্গে মিলিত ভাবে সিন্থেটিক অ্যাপারচার র‍্যাডার 'NISAR' তৈরি করলো

✫ 10. সম্প্রতি কর্ণাটক বিকাশ গ্রামীণ ব্যাংক (KVGB) মহিলা ব্যবসায়ীদের জন্য 'Vikas Asha' লোন স্কিম লঞ্চ করলো