পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৩২

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৩২   

**********************************


1. গৌতম বুদ্ধ পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
Ans : গয়া

2. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন ?
Ans : মুর্শিদকুলি খাঁ

3. SA নোড এবং AV নোড কিসের সাথে যুক্ত ?
Ans : হৃৎপিন্ড 

4. মধ্যপ্রদেশের কোন কবিকে ভারতের শেক্সপিয়ার বলা হয় ?
Ans : কালিদাস 

5. দীর্ঘ দৃষ্টি সমস্যা কমাতে কোন লেন্স ব্যবহার করা হয় ?
Ans : উত্তল লেন্স 

6. কাকিনারা বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
Ans : অন্ধ্রপ্রদেশ 

7. ওয়াশিং মেশিনের কাজ করার মূলনীতি কি ?
Ans : অপ-কেন্দ্রিক বল

8. কলেরা রোগ সৃষ্টিকারী জীবাণু কোনটি ?
Ans: ব্যাকটেরিয়া 

9. ষষ্ঠ শতকে মগধ মহাজনপদের প্রথম শাসক কে ছিলেন ?
Ans : বিম্বিসার 

10. Wine Capital of India - কাকে বলা হয় ?
Ans : নাসিক 

11. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিভাজন কোথায় হয় ?
Ans : সুরাট

12. দক্ষিণাত্যের রানী কাকে বলা হয় ?
Ans : পুনে 

13. পাল বংশের প্রতিষ্ঠাতা কে ?
Ans : গোপাল 

14. পশ্চিমবঙ্গে কবে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কার্যকর হয় ?
Ans : 1957 সালে 

15. গৌতম বুদ্ধের বাল্য নাম কি ছিল ?
Ans : সিদ্ধার্থ

16. সাঁচি স্তুপ কোথায় অবস্থিত ?
Ans : মধ্যপ্রদেশে 

17. এপিফাইট কাকে বলে ? 
Ans : অন্য উদ্ভিদের ওপর বেঁচে থাকে

18. 1878 সালে দেশীয় সংবাদপত্র আইন বাতিল করেন কে ?
Ans : লর্ড রিপন 

19. গোল্ডেন গ্লোব পুরস্কার কি ক্ষেত্রে দেওয়া হয় ?
Ans : চলচ্চিত্র ও টেলিভিশন 

20. অণুজীবগুলি মৃত উদ্ভিদের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় ? 
Ans : হিউমাস