পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ২০

 


পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ২০

**********************************

1. কে নির্বাচিত না হয়েও অফিসে থাকতে পারেন ?
Ans : প্রধানমন্ত্রী 

2. ইউনাইটেড ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
Ans : তারকনাথ দাস 

3. মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল ?
Ans : 1929 সালে 

4. মোগাদিসু কোন দেশের রাজধানী ?
Ans : সোমালিয়া 

5. বিশ্ব আদিবাসী দিবস কোন দিন পালিত হয় ?
Ans : 9 ই আগস্ট 

6. 1877 সালের প্রথম শ্রমিক ধর্মঘট কোথায় হয়েছিল ?
Ans : নাগপুর 

7. হোয়াইট কোল কাকে বলে ?
Ans : জলবিদ্যুৎ কে 

8. লোকসভা ভাঙার ক্ষমতা কার রয়েছে ?
Ans : ভারতের রাষ্ট্রপতি

9. ইস্ট্রোজেন নামক হরমোন টি কোথা থেকে নিঃসৃত হয় ?
Ans : ডিম্বাশয় থেকে 

10. আকবরের শাসন ব্যবস্থার সরকারের খাস জমিকে কি বলা হত ?
Ans : খালিসা

11. খানুয়ার যুদ্ধ কবে সংঘটিত হয় ?
Ans : 1527 সালে 

12. সিজদা প্রথা কে চালু করেন ?
Ans : গিয়াসউদ্দিন বলবন

13. প্রথম কবে লিফট পরিষেবা চালু হয় ?
Ans : 1743 সালে 

14. আগ্রার অন্ধ কবি নামে কাকে অভিহিত করা হয় ?
Ans : সুরদাস কে

15. রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত ?
Ans : গলফ

16. ক্রিকেটে কবে থেকে হ্যাট্রিক প্রথা চালু হয় ?
Ans : 1858 সাল থেকে 

17. কত সালে নেতাজি ছদ্মবেশে গৃহত্যাগ করেন ?
Ans : 1941 সালে 

18. বিখ্যাত পাকিস্তান প্রস্তাব গৃহীত হয় অধিবেশনে ?
Ans : লাহোর অধিবেশনে 

19. ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ?
Ans : সারোদ বাদ্যযন্ত্র 

20. সারকারিয়া মিশন কবে গঠিত হয় ?
Ans : 1983 সালে