পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ১৫

 


পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ১৫



১. দান সাগর এবং অদ্ভুত সাগর কার লেখা ?

উত্তর : বল্লাল সেন 

২. কি ধরণের গাছে আমরা ম্যানগ্রোভ অরণ্যে দেখতে পাই ?

উত্তর : সুন্দরী , গড়ান , গেওয়া , ক্যাওড়া , হোগলা 

৩. কে বলেছিলেন ভারতীয় সংবিধান ফেডারাল এবং ইউনিটারির সংমিশ্রণ ?

উত্তর : K . C . Whare 

৪. 'মারুতি উদ্যোগ ' কোথায় অবস্থিত ?

উত্তর : গোরেগাঁও ( হরিয়ানা )

৫. ধর্মের স্বাধীনতার অধিকার এর কথা কত নং ধারায় উল্লেখ করা আছে ?

উত্তর : আর্টিকেল ২৫ - ২৮ 

৬. যে সমস্ত পরমাণুর ভরসংখ্যা একই কিন্তু ক্রমাঙ্ক আলাদা তাদের কে বলা হয় ?

উত্তর : আইসোবার

৭. সংবিধানের কত নং ধারায় রাষ্ট্রপতির উপর ক্ষমতা দেওয়া রয়েছে জরুরি অবস্থা ঘোষণার ?

উত্তর : আর্টিকেল ৩৫২ 

৮. কোন ধরণের লেন্স বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহৃত হয় ?

উত্তর : উত্তল লেন্স 

৯. 'Great Cricketer' কোন আন্তর্জাতিক ক্রিকেটার এর জীবনের উপর লেখা ?

উত্তর : M .G . Grace ( ইংল্যান্ড )

১০. মুন্সি প্রেম চাঁদ এর আসল নাম কি ?

উত্তর : ধনপদ রায় 

১১. সংস্কৃত কবি রাজ শেখর কার সভাকবি ছিলেন ?

উত্তর : ধর্ম পাল 

১২. বিদ্যাপতি কার সভা কবি ছিলেন ?

উত্তর : মিথিলা রাজ শিবসিংহ 

১৩. চারু দত্ত এবং বসন্ত সেনা কোন নাটকের চরিত্র ?

উত্তর : মৃচ্ছকটিকম 

১৪. মৃচ্ছকটিকম কার লেখা ?

উত্তর : শূদ্রক 

১৫. 'সোম প্রকাশ' পত্রিকার এডিটর কে ছিলেন ?

উত্তর : দ্বারকানাথ বিদ্যা ভূষণ 

১৬. কবিতাগুচ্ছ 'মানসী' কার লেখা ?

উত্তর : রবীন্দ্র নাথ ঠাকুর 

১৭. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পূর্বে নাম কি ছিল ?

উত্তর : ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া 

১৮. ম্যাসেঞ্জার বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে ?

উত্তর : ময়ূরাক্ষী নদী 

১৯. Anatoli Carpov কোন খেলার সাথে যুক্ত ?

উত্তর : দাবা 

২০. কোন উপন্যাসিক এর আত্মজীবনী 'পাক দন্ডী' ?

উত্তর : লীলা মজুমদার