পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ১৪
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ১৪
১. সিন্ধু প্রদেশের চান-হু-দড়োয় সিন্ধু সভ্যতার প্রাচীন অস্তিত্ব কে আবিষ্কার করেন ?
Ans -- ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের তৎকালীন সুপারিন্টেন্ডেন্ট ননীগোপাল মজুমদার
২. ভারত সরকারের ব্যয়-সঙ্কোচ নীতির জন্য হরপ্পা ও মোহেন-জো-দড়োয় প্রত্নতত্ত্ব বিভাগের কাজ প্রথম কবে বন্ধ হয়ে যায় ?
Ans -- ১৯৩১ সালে
৩. 'Mohen-jo-daro and the Indus Civilisation' বইটি কার লেখা ?
Ans -- স্যার জন মার্শাল
৪. সিন্ধু প্রদেশের চান-হু-দড়োয় কে খনন কাজ করে ?
Ans -- মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলি পরিচালিত 'স্কুল অফ ইন্ডিক অ্যান্ড ইরানিক স্টাডিজ'
৫. ঋক বেদে লেখা 'অয়স' শব্দের অৰ্থ কী ?
Ans -- তামা ও ব্রঞ্জ
৬. ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের কর্মীরা ছাড়া দেশ-বিদেশের বাইরের লোকেরা কবে প্রাচীন স্থান খোঁড়ার সুযোগ ও অধিকার পান ?
Ans -- ১৯৩৪ সালে (ভারতীয় পুরাকীর্তি রক্ষা আইন সংস্কারের পর)
৭. মোহেন-জো-দড়ো শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
Ans -- সিন্ধু ভাষা (বাংলা অৰ্থ মৃতের স্তপ)
৮. বেলুচ-ই-স্তানে প্ৰাগৈতিহাসিক যুগের সমৃদ্ধশালী ভগ্নাবশেষের কথা প্রথম কে তুলে ধরেন ?
Ans -- স্যার অরেল স্টেইন
৯. মোহেন-জো-দড়োর এলাকা কতটা জুড়ে রয়েছে ?
Ans -- সিন্ধু নদ ও নারখাতের মাঝে ২৪০ একর জমির এক দ্বীপতুল্য এলাকা
১০. মোহেন-জো-দড়োর বাড়ি তৈরির জন্য পোড়া ইট কেন বেশি ব্যবহার করা হত ?
Ans -- সে সময় এই শহরে প্রচুর বৃষ্টি হত বলে
১১. সিন্ধু প্রদেশে সে কালে প্রচুর বৃষ্টি হওয়ার কারণ কী ছিল ?
Ans -- তখন দক্ষিণ-পশ্চিম দিক থেকে মৌসুমী বায়ু বহে যেত বলে (যা এখন বদলে যাওয়ায় লারকানা জেলা রুক্ষ হয়ে গেছে)
১২. মেসোপটেমিয়াতে মোহেন-জো-দড়োর সমসাময়িক যুগে কোন ধরনের ইটে বাড়ি তৈরি হত ?
Ans -- কাঁচা ইটে
১৩. মোহেন-জো-দড়োর এখন কোথায় অবস্থিত ?
Ans -- পশ্চিমে পাক-ই-স্তানে সিন্ধু প্রদেশের লারকানা জেলার লারকানা শহর থেকে ২৫ মাইল দূরে (উত্তর-পশ্চিম রেলের ডোকারী স্টেশন থেকে প্রায় ৭ মাইল দূরে)
১৪. মোহেন-জো-দড়ো'র রাজপথের প্রধান বৈশিষ্ট্য কী ছিল ?
Ans -- পূর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণে লম্বা আর রাজপথের পাশের বাড়ি বা, সরু গলির থেকে রাজপথ অনেক নিচে
১৫. 'মহা পৃথিবী ' কার লেখা ?
উত্তর : জীবনানন্দ দাশ
১৬. রেগুর মৃত্তিকা কি থেকে তৈরী হয় ?
উত্তর : ব্যাসল্ট শিলা থেকে
১৭. সিলিকা জেল কি ধরনের পদার্থ ?
উত্তর : জলাকর্ষী পদার্থ
১৮. কোন ঐতিহাসিক সুমুদ্রগুপ্ত কে 'ভারতের নেপোলিয়ান' আখ্যা দেন ?
উত্তর : ভিনসেন্ট স্মিথ
১৯. 'ব্যবহার সমতা দণ্ড সমতা - এই দুটি আইন কে প্রবর্তন করেন ?
উত্তর : অশোক
২০. মানুষের শরীরের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি ?
উত্তর : প্লীহা
২১. যার পারমানবিক সংখ্যা ২৪ , তার পর্যারসারনি তে কোন পর্যায়ে অবস্থান হবে ?
উত্তর : ৪থ পর্যায়
২২. কন্ট্রোলার এবং অডিটর জেনারেল নিয়ে সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে ?
উত্তর : ১৪৮ নং ধারায়
২৩. সংবিধানের কত ধারায় জম্মু কাশ্মীর কে বিশেষ ছাড় প্রদান করা হয়েছিল ?
উত্তর : ৩৭০ নং ধারায়
২৪. কোন সেন রাজা বাংলায় কৌলিন্য প্রথা প্রবর্তন করেন ?
উত্তর : রাজা বল্লাল সেন
২৫. কোন ভিটামিন স্কার্ভি প্রতিরোধ করতে সক্ষম ?
Ans : ভিটামিন C