পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ২৩

 


পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ২৩  

**********************************


1.সিজিএস পদ্ধতিতে বলের একক এর নাম কি?  
উত্তর:- ডাইনি 

2.পরমাণুবাদ তত্ত্বের জনক কে ছিলেন ?
উত্তর:- ডালটন 

3.গ্যাসের চাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ? 
উত্তর:- ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে

4.তিনটি মৌলিক বর্ণ কোনগুলি ?
উত্তর:- লাল সবুজ এবং নীল সূত্র সুনীল

5.ডায়নামো আবিষ্কার করেন করেন কে  ?
উত্তর:- মাইকেল ফ্যারাডে 1831

6.ভূমিকম্প নির্ধারণ করা হয় কোন যন্ত্রের মাধ্যমে ?
উত্তর - সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে
তীব্রতা মাপা হয় রিখটার স্কেল

7.ভর কোন ধরনের রাশি ?
উত্তর- স্কেলার রাশি কিন্তু ওজন বা ভার ভেক্টর রাশি

8.আলোক রস্মি বাএক্স রশ্মী তরঙ্গ দৈর্ঘ্য মাপার এককের নাম কি ?
উত্তর:- আমস্ট্রং

9.পরমশূন্য উষ্ণতার মান কত ?
উত্তর:- - 273 ডিগ্রী C

10 মানুষের হাত, চিমটা, মাল তোলার ক্রেন এগুলো কোন শ্রেণীর লিভার ?
উত্তর - তৃতীয় শ্রেণীর লিভার

11.নিষ্ক্রিয় গ্যাস ছাড়া বাল্বের মধ্যে আর কোন গ্যাসটি থাকে? 
উত্তর:- নাইট্রোজেন গ্যাস


12.চা ও কফি তে কোন উপাদানটি দেখতে পাই  ?
উত্তর: - ক্যাফেইন

13.ডিনামাইট এর আবিষ্কর্তা কে ছিলেন ? 
উত্তর:- আলফ্রেড নোবেল

▪️ইলেকট্রন - জে.জে থমসন
▪️ হাইড্রোজেন - ক্যাভেন্ডিস 
▪️প্রোটন - রাদারফোর্ড
 ▪️তেজস্ক্রিয়তা - বেকারেল


14.হোয়াইট গোল্ড নামে পরিচিত কোন ধাতুটি ?  
উত্তর:- প্লাটিনাম

15.সবচেয়ে হালকা ধাতুর নাম কি উত্তর ? 
উত্তর:- লিথিয়াম

16.মার্স গ্যাস নামে পরিচিত কোন গ্যাসটি ? 
উত্তর:- মিথেন

17."DDT"-এর পুরো নাম কি ? 
উত্তর:- ডাইক্লোরো ডাই ফিনাইল টাই ক্লোরো ইথেন (এটি একটি কীটনাশক ঔষধ)


18.গ্যালভানাইজেশন পদ্ধতিতে কিসের উপর জিংকের প্রলেপ দেওয়া হয় ? 
উত্তর:- আয়রন এর উপর


19.গুটি বসন্তের টিকা কোন বিজ্ঞানী আবিষ্কার করেন ? 
উত্তর:- এডওয়ার্ড জেনার


20.মিউটেশন তত্ত্বের প্রবক্তা ? 
উত্তর:- হুগো দে ভ্রিজ

▪️পেনিসিলিন এর আবিষ্কর্তা - আলেকজান্ডার ফ্লেমিং
▪️জেনেটিক কোডের আবিষ্কর্তা - ডাক্তার হরগোবিন্দ খোরানা