পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ২৪
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ২৪
1. রাস্তাঘাটে ফ্লাডলাইটে কোন গ্যাসটি পূর্ণ থাকে ?
উত্তর:- সোডিয়াম গ্যাস
2. সাধারণ উষ্ণতায় তরল ধাতুর নাম কি?
উত্তর:- পারদ এবং অধাতু ব্রোমিন
3. সবচেয়ে বড় এককোষী সামুদ্রিক শৈবাল হল?
উত্তর - এসিটাবুলারিয়া
4.বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কোন ধাতু দ্বারা তৈরি?
উত্তর:- টাংস্টেন (উচ্চ গলনাংক ও হওয়ার জন্য)
5.ভিটামিন বি 5 এর রাসায়নিক নাম কি?
উত্তর:- নিয়াসিন,যার অভাবে পেলেগ্রা রোগ হয়
6.সরীসৃপ পক্ষী মানুষ সহ সব স্তন্যপায়ী প্রাণীর শ্বাস অঙ্গের নাম কি ?
উত্তর:- ফুসফুস
7.জাপানে মিনামাটা রোগের জন্য দায়ী রাসায়নিক মৌলটির নাম কি?
উত্তর:- মার্কারি বা পারদ
8.পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচকের নাম কি ?
উত্তর:- পেপসিন
9.রক্তে ক্যালসিয়ামের অভাব ঘটলে যে রোগের প্রাদুর্ভাব ঘটে তা হল :
উত্তর :- অস্টিওম্যালেসিয়া ও রিকেট
10.একটি তাম্র গঠিত রঞ্জক পদার্থের নাম কি? উত্তর:- হিমোসায়ানিন
11.ভেনাস হৃদপিন্ড আমরা কোন প্রাণীর দেহে দেখতে পায়?
উত্তর - মাছের দেহে
12.রক্ত কণিকার উৎস স্থল কোথায় থেকে ?
উত্তর:- লাল অস্থিমজ্জা থেকে
13.প্রাপ্তবয়স্ক মানুষের দেহে হাড়ের সংখ্যা কতগুলো?
উত্তর:- 206 টি
14.মানবদেহের সবচেয়ে ছোট পেশির নাম কি?
উত্তর:- সিলিয়ারি পেশী
15.মানবদেহের সবচেয়ে বড় পেশির নাম কি?
উত্তর:- সারটোরিয়াস
16.মাছের দিক পরিবর্তন করতে সাহায্য করে তার দেহের কোন অংশে ?
উত্তর:- পুচ্ছ পাখনা
17.ভাইরাস শব্দটির অর্থ কি?
উত্তর - বিষ (ল্যাটিন শব্দ থেকে এসেছে)
18.বৃক্কের গঠনগত ও কার্যগত একক এর নাম কি?
উত্তর:- নেফ্রন
19.টাইফয়েড রোগের ব্যাকটেরিয়ার নাম কি ? উত্তর:- সালমনেলা টাইফি
20.আরশোলার রেচন অঙ্গের নাম কি ?
উত্তর:- ম্যালপিজিয়ান নালিকা