পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ১২

 


পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ১২

1. 'শ্রীকৃষ্ণকীর্তন' বইটি কার লেখা ?

Ans : বরু চন্ডী দাস 

2. 'শ্রীকৃষ্ণ বিজয়' কার লেখা ?

Ans : মালাধর বসু 

3. 'শ্রী চৈতন্য চরিতামৃত' কার লেখা ?

Ans : কৃষ্ণ দাস কবিরাজ 

4. 'চৈতন্য মঙ্গল' কার লেখা ?

Ans : লোচন দাস 

5. 'চৈতন্য ভাগবত' কার লেখা ?

Ans : বৃন্দাবন দাস

6. 'মনসা মঙ্গল' কার লেখা ?

Ans : বিজয় দাস 

7. লোহিত রক্ত কণিকার জীবন কাল কত ?

Ans : 120 দিন 

8. 'Love in the Time of Cholera' এর লেখক কে ?

Ans : ইতালির Gabriel Garcia Marquez 

9. হাইড্রোজেন এর দহন কে কি বলা হয় ?

Ans : জারন 

10. বিখ্যাত লেখক Federico Garsio Lorca কোন দেশের বাসিন্দা ?

Ans : ইতালি

11. বিখ্যাত 'পালকি গান' এর গীতিকার কে ছিলেন ?

Ans : সত্যেন্দ্রনাথ দত্ত 

12. 'The Magic Mountain' কার লেখা ?

Ans : থমাস মান 

13. আরাবল্লি কি ধরণের পর্বত ?

Ans : ক্ষয়জাত পর্বত 

14. ভারতীয় শাস্ত্রীয় সংগীতে 'খেয়াল' এর পথপ্রদর্শক কে ?

Ans : আমির খুসরু 

15. 'The Adventures of Huckle Berry' এর লেখক কে ?

Ans : Mark Twain

16. পর্যায়সারনির সবথেকে হালকা মৌল কোনটি ?

Ans : লিথিয়াম 

17. 'ছাড়পত্র' কার লেখা ?

Ans : সুকান্ত ভট্টাচার্য

18. সালোকসংশ্লেষের পরে আমরা কি কি উপজাত দ্রব্য পাই ?

Ans : গ্লুকোজ, জল এবং অক্সিজেন

19. কোন ধরনের কয়লায় সর্বাধিক কার্বন উপস্থিত ?

Ans : অ্যানথ্রাসাইট

20. 'ভারত দুর্দশা' কার লেখা ?

Ans : ভারতেন্দু হরিশ চন্দ্র