পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ২৭
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ২৭
১. রকেট উত্ক্ষেপণে কোন নীতি কাজ করে ?
উত্তর : ভরবেগের সংরক্ষন নীতি
২. এক বা একাধিক ডাবল বন্ড সমন্বিত অসম্পৃক্ত হাইড্রোকার্বন কে কি বলে ?
উত্তর : অ্যালকিনস
৩. আমাদের ত্বকের নিচে ছোট ছোট রক্তনালী গুলি কে কি বলে ?
উত্তর : রক্তজালিকা
৪. পোলিওমিলাইটিস এর জন্য দায়ী কে ?
উত্তর : ভাইরাস
৫. তামার প্রধান আকরিক হল -
উত্তর : কপার পাইরাইটস
৬. এক ইঞ্চি কত সেমির সমান ?
উত্তর : ২.৫৪ সেমি
৭. নন্দনকানন জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর : ওড়িশা
৮. একটি বস্তুর গতিকে সমগতি বলা হয় যখন তার বেগ হয় -
উত্তর : ধ্রুবক
৯. যদি কোনো গাড়ির গতি দ্বিগুন থাকে তবে এটিকে থামাতে ____ গুন বেশি দূরত্ব লাগে
উত্তর : ৪ গুন
১০. রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিনের প্রয়োজন ?
উত্তর : ভিটামিন K
১১. সীতার বনবাস কার লেখা ?
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১২. একটি মৌলের ____ এর একই রাসায়নিক ধর্ম কিন্তু পারমানবিক ভর ভিন্ন হয় ?
উত্তর : আইসোটোপ
১৩. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তর : আনাইমুদি
১৪. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বতে অবস্থিত ?
উত্তর : আনাইমালাই পর্বত
১৫. টেমস নদীর তীরে কোন শহর অবস্থিত ?
উত্তর : লন্ডন
১৬. দুধ কি ধরণের দ্রবণ ?
উত্তর : ইমালসন
১৭. আলিপুর বোমা হামলায় আসামিদের পক্ষে উকিল কে ছিলেন ?
উত্তর : চিত্তরঞ্জন দাস
১৮. বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয় ?
উত্তর : ১৮৫৬ সালে
১৯. বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বন্দেমাতরম গানটি রয়েছে ?
উত্তর : আনন্দমঠ
২০. কোন বিপ্লবীর উপাধি ছিল 'অগ্নি শিশু' ?
উত্তর : ক্ষুদিরাম বসু