পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ২৫
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ২৫
1.মস্তিষ্কের আবরণীর নাম কি?
উত্তর:- মেনিনজেস
2.মস্তিষ্কের সবচাইতে বড় অংশের নাম ?
উত্তর- সেরিব্রাম
3.সংকটকালীন বার জরুরিকালীন হরমোন কাকে বলা হয়?
উত্তর- অ্যাড্রিনালিন
4.একটি নাইট্রোজেন বিহীন হরমোন এর নাম? উত্তর- জিব্বেরেলিন
5.আলোকবর্ষ একক এর মাধ্যমে আমরা কি পরিমাপ করতে পারি?
উত্তর- দূরত্ব পরিমাপ করি
6.কোন অমেরুদন্ডী প্রাণীর রক্ত লাল বর্ণের ? উত্তর- হাইড্রা
7.একটি একক বিহীন ভৌত রাশির নাম কি ?
উত্তর- আপেক্ষিক গুরুত্ব
8.পেন্সিলের লেড বলতে আমরা কি বুঝি
উত্তরঃ গ্রাফাইট
9.ভূপাল গ্যাস দুর্ঘটনা কোন গ্যাস নির্গত হয়েছিল
উত্তর- MIC
10.ডিমের পচা গন্ধযুক্ত গ্যাস টির নাম কি
উত্তর:- H2S
11.তীব্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তর:- বেল এবং ডেসিবেল
12.লেন্সের ক্ষমতার একক কি ?
উত্তর- ডায়াপ্টার
13.শক্তি কোন ধরনের রাশি ?
উত্তর - স্কেলার রাশি
14."WHO"- নির্দেশিত শব্দের নিরাপদ প্রাবল্য মাত্রা কত ?
উত্তর- 45 ডেসিবেল এবং স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক 65 ডেসিবেল
মানুষের কান সইতে পারে 85 থেকে 90 ডেসিবেল
15.মানুষের মূত্রে কোন এসিড পাওয়া যায় ?
উত্তর - ইউরিক এসিড
▪️লেবুতে - সাইট্রিক এসিড
▪️দই থেকে - ল্যাকটিক এসিড
▪️পিঁপড়া থেকে - ফরমিক এসিড
▪️পাকরসে- হাইড্রোক্লোরিক এসিড
16. অবর পাহাড় কোথায় অবস্থিত ?
উত্তর :- অরুণাচলপ্রদেশের চীনের সীমান্তে
17. কুরুক উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ?
উত্তর :- বিহার
18. কোন দেশের কারেন্সি হলো লিরা ?
উত্তর :- তুর্কি
19. নিরো ডিপ খাত কোন মহাসাগরে অবস্থিত ?
উত্তর : প্রশান্ত মহাসাগর
20. রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে ?
উত্তর :- টিবার