পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ১৩
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ১৩
1.নবাব জালাল-উদ-দীন, বাংলার রাজধানী পান্ডুয়া থেকে কোথায় নিয়ে যান ?
Ans -- গৌড়ে
2.কবি চন্ডীদাসের মৃত্যু কীভাবে হয় ?
Ans -- বাংলার রাজার আদেশে হাতির পিঠে বেঁধে ক্রমাগত বেত্রাঘাত করার ফলে
3. জালাল-উদ-দীন ১৪৩১ সালে মারা গেলে তাঁর কোন ছেলে বাংলার নবাব হন ?
Ans -- বড় ছেলে আহম্মদ শাহ (১৪৩১-১৪৪২ সাল)
4.আহম্মদ শাহের সময় জৌনপুরের বাদশাহ কে ছিলেন ?
Ans -- ইব্রাহিম খাঁ
5. আহম্মদ শাহের পর কে দীর্ঘ কাল গৌড়ের বাদশাহ ছিলেন ?
Ans -- সামস-উদ- দীন ভেঙ্গরের বংশধর নাসির-উদ-দীন মহম্মদ শাহ
6. ভারতীয় সেনাবাহিনীতে কে প্রথম আফ্রিকার আবিসিনিয়ার হাবসীদের নিয়োগ করেন ?
Ans -- নাসির-উদ-দীনের ছেলে বরবক সাহু
7. হিন্দুদের ধ্বংসপ্রাপ্ত সূর্য মন্দিরের উপাদান দিয়ে কে গৌড়ে 'বাইশ দরজা' নামে বিশাল মসজিদ তৈরি করান ?
Ans -- গৌড়ের বাদশাহ ইউসুফ শাহ
8. চৈতন্যদেবের জন্ম কালে (১৪৮৬ সালে ১৮ ফেব্রুয়ারি) গৌড়ের বাদশাহ কে ছিলেন ?
Ans -- ফতে শাহ
9. ফতে শাহকে কারা ১৪৯০ সালে হত্যা করেন ?
Ans -- রাজ অন্তঃপুরের খোজারা
10. ভারতে প্রথম কোন খোজা (নপুংসক) কোথায় রাজত্ব করেন ?
Ans -- গৌড় রাজ্যের 'বারেক' নামের খোজা 'সুলতান শাহজাদা' উপাধি নিয়ে ৮মাসে রাজত্ব করেন
11. 'খোজা' কাদের বলা হয় ?
Ans -- যাঁদের পুরুষাঙ্গ বা, স্ত্রী অঙ্গ নেই (মেয়েদের মতো শাড়ি পড়েন )
12. গৌড়ের বাদশাহ ফতে শাহের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
Ans -- খান জহাঁ
13.' সুলতান শাহজাদা'র পর কোন 'খোজা' দীর্ঘ দিন গৌড়ের বাদশাহ ছিলেন ?
Ans -- ফতে শাহের প্রধান সেনাপতি খোজা মালেক আন্ডিল 'ফিরোজ শাহ' উপাধি নিয়ে (১৪৮৬-১৪৮৯ সালে)
14. ফতে শাহের ছেলে মহম্মদ শাহ (১৪৮৯ সালে) গৌড়ের বাদশাহ হওয়ার ১ বছরের মধ্যে তাঁকে কে হত্যা করেন ?
Ans -- আফ্রিকার আবিসিনিয়ার হাবসী সৈন্য সিদ্দিবদ্দর
15. সিদ্দিবদ্দর কোন উপাধি নিয়ে গৌড়ের বাদশাহ হন ?
Ans -- মুজফফর শাহ (রাজত্বকাল ১৪৯০-১৪৯৩ সাল)
16. সিদ্দিবদ্দর কার হাতে নিহত হন ?
Ans -- প্রধানমন্ত্রী সৈয়দ হুসেনের
17. চৈতন্য দেবের ধর্মীয় আন্দোলনের সময় বাংলার বাদশাহ কে ছিলেন ?
Ans -- সৈয়দ আলা উদ-দীন হুসেন শাহ (রাজত্বকাল ১৪৯৩-১৫১৯ সাল)
18. হুসেন শাহ প্রথম জীবনে কী ছিলেন ?
Ans -- গৌড়ের প্রধান জমিদার সুবুদ্দি রায়ের চাকর
19.হুসেন শাহ বাদশাহ হওয়ার পর সুবুদ্দি রায়কে কেন গরুর মাংস খাইয়ে ধর্মচ্যুত করান ?
Ans -- চাকর থাকার সময় সুবুদ্ধি রায় তাঁকে বীভৎসভাবে বেত মারায় তারই প্রতিশোধ নিতে
20. মোহেন-জো-দড়ো ও হরপ্পার সভ্যতা কোন সভ্যতা নামে পরিচিত ?
Ans -- সিন্ধু সভ্যতা