পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ১৯
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ১৯
1. অস্কার পুরস্কার কত সালে থেকে দেওয়া শুরু হয় ?
Ans : 1929 সাল
2. আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয় ?
Ans : 8 ই মার্চ
3. মরডেকা কোন দেশের সংবাদপত্র ?
Ans : জাকার্তা
4. 2024 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে ?
Ans : প্যারিসে
5. ভিটামিন C এর রাসায়নিক নাম কি ?
Ans : অ্যাসকর্বিক অ্যাসিড
6. ভিটামিন C কিসে দ্রাব্য ?
Ans : জলে
7. দেহে নাইট্রোজেন সরবরাহ করে কোন খাদ্য ?
Ans : প্রোটিন
8. পাণ্ডুয়ার আদিনা মসজিদ কার তৈরি ?
Ans : সিকান্দার শাহ
9. ভারতের প্রথম সংগ্রামী ছাত্র সংগঠন কে প্রতিষ্ঠা করেন ?
Ans : শচীন্দ্রপ্রসাদ বসু
10. পদ্ম পুরস্কার কবে প্রতিষ্ঠিত হয় ?
Ans : 1948 সালে
11. সুভাষচন্দ্র বসু কবে ফরোয়ার্ড ব্লক গঠন করেন ?
Ans : 1939 সালে
12. ভিটামিন D কিসে দ্রবীভূত হতে পারে ?
Ans : ফ্যাটে
13. ভিলাই কোথায় অবস্থিত ?
Ans : ক্ষুদ্রান্ত্রে
14. বিহারে 'Ghar Tak Fibre' স্কিম লঞ্চ করলেন কে ?
Ans : নরেন্দ্র মোদী
15. আফগানিস্তান এর দীর্ঘতম নদী কোনটি ?
Ans : হেলমন্দ
16. নৌ-বিদ্রোহ কত সালে শুরু হয় ?
Ans : 1946 সালে
17. 2021 সালে প্রথমবার কয়টি শহরে 'Cycling Summit' হোস্ট করা হবে ?
Ans : 3 টি
18. মানুষের স্কার্ভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে ?
Ans : ভিটামিন C
19. কে Asia Game Changer আওয়ার্ড 2020 সম্মান পেলেন ?
Ans : বিকাশ খান্না
20. লোকসভার সেক্রেটারি হিসাবে নিযুক্ত হলেন কে ?
Ans : উৎপল কুমার সিং