পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৩৩

 

পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৩৩   

**********************************


1. ক্ষমতার ব্যবহারিক একক কি ?
Ans : ওয়াট 

2. ভারতের উদ্যান নগরী বলা হয় কোন শহরকে ?
Ans : বেঙ্গালুরু 

3. ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে ?
Ans : মেগাস্থিনিস 

4. আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত ?
Ans : হকি 

5. সামাজিক চুক্তি গ্রন্থের প্রণেতা কাকে বলে ?
Ans : রুশো

6. নীল নদের দান বলা হয় ?
Ans : মিশরকে

7. গরমজল এবং বাষ্পের মধ্যে কোনটি বেশি দগ্ধ করতে সক্ষম ?
Ans : বাষ্প 

8. মহাত্মা গান্ধী তাঁর ডান্ডি অভিযান শুরু করেন কোথা থেকে ?
Ans : সবরমতী আশ্রম 

9. অন্য ধাতুর সাথে পারদের বিক্রিয়াকে কি বলা হয় ?
Ans : অ্যামালগাম 

10. তেভাগা আন্দোলন কবে শুরু হয় ?
Ans : 1946 সালে 

11. অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর কে ?
Ans : সাক্ষী মালিক 

12. মাছের মোট পাখনার সংখ্যা কত ?
Ans : 7 টি 

13. কোন ভারতীয় খেলোয়াড় হরিয়ানার হ্যারিকেন নামে খ্যাত ? 
Ans : কপিল দেব 

14. মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত ?
Ans : 98.4° F

15. কার্বনের গলনাঙ্ক কত ?
Ans : 3500 ℃

16. ঘোড়ার যুগ বলা হয় কোন যুগ কে ?
Ans : প্লায়সিন যুগ 

17. কৌটোজাত শিশুখাদ্য সংরক্ষণে  কোন রাসায়নিক ব্যবহৃত হয় ? 
Ans : সোডিয়াম সাইট্রেট 

18. টিক্কা রোগ কোন ফসলে হয় ? 
Ans : চিনাবাদামে 

19. ম্যাগনেসিয়ামের অভাবে মানুষের শরীরে কোন রোগ হয় ?
Ans : হৃদগতি বৃদ্ধি 

20. নিমের বীজ কোন রোগ সারাতে সক্ষম ?
Ans : চর্মরোগ