পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৩০
পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ৩০
1. চোখে আলো প্রবেশ করে কোন অংশ দিয়ে ?
Ans: কর্ণিয়া
2. ব্লাড ক্যান্সার কেন হয় ?
Ans: রক্তে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে গেলে
3. ভিটামিন কে ও বি কোথায় সংস্লেসিত হয় ?
Ans: বৃহদন্তে
4. ক্ষুদ্রান্ত্র এর বিশোষক একক কি ?
Ans: ভিলাস
5. মানুষের আ্যাপেডিক্স কোথায় অবস্থান করে ?
Ans: সিকামে
6. থাইরয়েডের অবস্থান কোথায় ?
Ans: গলায় ল্যারিংসের এর উপরে , দু পাশে
7. নালী বিহীন গ্রন্থী গুলোর মধ্যে কোনটি প্রধানতম ?
Ans: পিটুইটারি
8. কোন হরমোনের প্রভাবে মেয়েদের অঙ্গসৌষ্ঠব বৃদ্ধি পায় ?
Ans: ইস্ট্রোজেন
9. রক্তে প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ পাওয়া গেলে কোন রোগ বোঝা যায় ?
Ans: ডায়াবেটিস
10. ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর - অ্যালান অক্টোভিয়ান হিউম
11. অনুশীলন সমিতি কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর - 1902 সালে (কলকাতায় সতীশ চন্দ্র বসু প্রতিষ্ঠা করেন)
12. বেঙ্গল গেজেট (ভারতের প্রথম সংবাদপত্র) পত্রিকার সম্পাদক কে ?
উত্তর - জেমস অগাস্টাস হিকি
13. ভারতের রক্ষাকারী নামে কে পরিচিত ?
উত্তর - স্কন্দগুপ্ত
14. হিন্দুস্থানের তোতাপাখি নামে কে পরিচিত ?
উত্তর - আমির খসরু
15. আইহোল শিলালিপি (রবিকীর্তি কর্তৃক রচিত) তা থেকে কার কথা জানা যায় ?
উত্তর - চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশী
16. নাসিক প্রশস্তি থেকে কার কথা জানা যায় ?
উত্তর - গৌতমি পুত্র সাতকর্ণী
17. মালবিকাগ্নিমিত্রম, কুমারসম্ভব কে রচনা করেন ?
উত্তর - কালিদাস
18. চাণক্যের আসল নাম কী ছিল?
উত্তর - বিষ্ণুগুপ্ত
19. আকবরের আসল নাম কি?
উত্তর - জালাল উদ্দিন মুহাম্মদ
20. ন্যাশনাল মেট্রোলজি কনক্লেভ 2021 এর উদ্বোধন করলেন কে ?
উত্তর - নরেন্দ্র মোদী