পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ১৭

 


পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ১৭


1. পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুকে নিয়ে গেলে তার ওজন কি হবে ?
Ans : শূন্য হয়ে যাবে 

2. NaOH হলো একটি _____ ?
Ans : অ্যালকালি

3. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?
Ans : উমেশচন্দ্র ব্যানার্জি 

4. L কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকে ? 
Ans : 8 টি

5. তরঙ্গপাদগুলির গভীরতা কে কি বলা হয় ?
Ans : বিস্তার 

6. যকৃৎ কি রূপে কাজ করে ? 
Ans : পরিপাকমূলক 

7. সোডিয়ামের যোজ্যতা কত ?
Ans : 1

8. একটি মৌলের ইলেকট্রন বিন্যাস 2,8,8,1 তবে মৌলটি হলো ?
Ans : পটাশিয়াম 

9. খিলজী রাজবংশের প্রথম শাসক কে ছিলেন ?
Ans : জালালউদ্দিন ফিরোজ খিলজী

10. তরল পদার্থ পরিশ্রুত হয় কোথায় ? 
Ans : গ্লোমেরুলাস

11. ইনসুলিন কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় ?
Ans : বহুমূত্র

12. কত সালে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয় ?
Ans : 1920 সালে 

13. ঋণাত্মক ত্বরণে বস্তুটির বেগ কি হয় ?
Ans : কমে যায় 

14. 'Operation Sard Hawa' অভিযান লঞ্চ করলো কোন বাহিনী ? 
Ans : বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)

15. মহাবলিপুরোমের রথ মন্দির কে নির্মাণ করে ?
Ans : প্রথম নরসিংহ বর্মন

16. কুতুবমিনার এর কাজ শুরু করেন কে ?
Ans : কুতুবউদ্দিন 

17. বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন ?
Ans : আকবর 

18. কর্ণাটকের লাল বাগ কে নির্মাণ করেন ?
Ans : হায়দার আলী

19. সাঁচির স্তুপ কে নির্মাণ করেন ?
Ans : অশোক 

20. উত্তর প্রদেশের আনন্দ ভবন কে নির্মাণ করেন ?
Ans : মতিলাল নেহেরু