পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ১৮

 


পশ্চিমবঙ্গ পুলিশ প্রস্তুতি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর পর্ব - ১৮


1. 2020 ইতালিয়ান ওপেন পুরুষ বিভাগের শিরোপা কে জিতলেন ?
Ans : নোভাক জোকোভিচ

2. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
Ans : কৃষ্ণকুমার মিত্র 

3. গোপাল কোন বংশের প্রতিষ্ঠা ?
Ans : পাল

4. 'সারিপুও প্রকরণ' নাটকটি কার লেখা ?
Ans : অশ্বঘোষ 

5. অমৃতসরের হরমন্দির কে তৈরি করেন ?
Ans : গুরু অর্জুন 

6. বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
Ans : ঝাড়খণ্ড 

7. কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠা হয় ?
Ans : 1925 সালে 

8. স্যার কার্জন ওয়াইলি কে হত্যা করেন কে ?
Ans : মদনলাল ধিঙড়া

9. বাংলায় প্রথম কোথায় ইংরেজ কুটির স্থাপিত হয় ?
Ans : হুগলী

10. রক্তকরবী কার লেখা ?
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর 

11. বাংলার মুকুটহীন রাজা বলে কাকে অভিহিত করা হয় ?
Ans : সুরেন্দ্রনাথ ব্যানার্জি 

12. মলটজ হলো এক প্রকারের --
Ans : ডাইস্যাকারাইড 

13. একটি উদ্ভিদ কোষ সংকুচিত হয়ে কোথায় ?
Ans : কোষরসের বেশি ঘনত্বের দ্রবণে 

14. শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন ?
Ans : ভিটামিন D

15. অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন ?
Ans : দামোদর বিনায়ক সাভারকর 

16. হিতবাদী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
Ans : কৃষ্ণকমল ভট্টাচার্য

17. স্বরাজ দলের প্রথম সভাপতি কে ছিলেন ?
Ans : চিত্তরঞ্জন দাস 

18. ফ্রান্সের রোম উপত্যকায় প্রবাহিত শীতল বায়ু কি নামে পরিচিত ?
Ans : মিস্ট্রাল

19. স্বপ্নবাসবদত্তা গ্রন্থটির লেখক কে ?
Ans : ভাস

20. কার্বোহাইড্রেট কি রূপে কাজ করে ?
Ans : শক্তির উৎস